প্রকাশিত: সোমবার, ২৮শে মার্চ ২০২২ খ্রিস্টাব্দ
নিউজ ডেস্ক : তালাশটিভি টোয়েন্টিফোর ডটকম
বিশেষ দিবসে বদলে গেল গুগলের ডুডল। আর বিশ্বের ইতিহাসে বাংলার স্বাধীনতা যে অনেক বড় ঘটনা, বিশ্বায়ন ও তথ্যপ্রযুক্তির এ যুগে তা এখন কম-বেশি সবারই জানা। আর তাই স্বাধীনতা দিবসের শুরুতেই গুগল বদলে দেয় তাদের ডুডল। গুগল ডট কম খুলতেই তাই চোখে পড়ে দুলতে থাকা লাল সবুজের পতাকা। সেই সঙ্গে লোগোতে থাকা ইংরেজিতে গুগলের ফন্টটাও কিছুটা বদলে দেওয়া হয়।
মোটকথা, বিশ্ব এখন জানে একাত্তরে কী ঘটেছিল। সবাই জানে, বাঙালির আত্মত্যাগের কথা ও সাহসিকতার কথা। কী করে একাত্তরের এদিন থেকে বীর মুক্তিযোদ্ধারা প্রতিরোধের জন্য উন্মুখ হয়ে উঠেছিলেন সশস্ত্র পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে। আর এমন এক বীরত্বগাথার কথা বিশ্ববাসীকে আবার মনে করিয়ে দিতে মোটেও দেরি করেনি গুগল।