২১/১২/২০২৪ ইং
Home / অন্যান্য / চট্টগ্রামে বুস্টার ডোজের বিশেষ ক্যাম্পেইন শুরু ১৫ই মার্চ

চট্টগ্রামে বুস্টার ডোজের বিশেষ ক্যাম্পেইন শুরু ১৫ই মার্চ

প্রকাশিত: মঙ্গলবার, ১৫ই মার্চ ২০২২ খ্রিস্টাব্দ

নিউজ ডেস্ক : তালাশটিভি টোয়েন্টিফোর ডটকম

বিশেষ প্রতিনিধি (চট্টগ্রাম):
১ম ও ২য় ডোজের পর এবার বুস্টার ডোজ প্রয়োগে বিশেষ ক্যাম্পেইন শুরু হচ্ছে চট্টগ্রামে। মঙ্গলবার (১৫ই মার্চ) থেকে বিশেষ এ ক্যাম্পেইন শুরুর তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোঃ ইলিয়াছ চৌধুরী। বিশেষ ক্যাম্পেইনের আওতায় নিয়মিত কেন্দ্র ছাড়াও মহানগরে আরো অন্তত চারটি কেন্দ্রে বুস্টার ডোজ প্রয়োগ করা হবে জানিয়ে সিভিল সার্জন বলেন, এ ক্যাম্পেইন বেশ কয়দিন চলবে। ২য় ডোজ গ্রহণের পর চার মাস পূর্ণ হলেই বুস্টার ডোজ নেয়া যাবে।

এতদিন এ ব্যবধান ৬ মাস ছিল। তবে রোববার (১৩ই মার্চ) অনুষ্ঠিত এক অনলাইন সভায় (ভিডিও কনফারেন্সে) দুই ডোজ গ্রহণ পরবর্তী চার মাস পূর্ণ হলেই বুস্টার ডোজ নেয়া/দেয়া যাবে মর্মে স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্দেশনা দেয়া হয়েছে। ১৮ বছর ও তদূর্ধ্ব বয়সী সবাই বুস্টার নিতে পারবেন। আর বুস্টার ডোজ গ্রহণে কোন এসএমএস প্রয়োজন পড়বে না। অর্থাৎ এসএমএস না আসলেও বিশেষ ক্যাম্পেইন চলাকালীন আলাদা কেন্দ্রগুলোতে গিয়ে বুস্টার নেয়া যাবে। তবে টিকা কার্ডটি সঙ্গে আনতে হবে।

সিভিল সার্জন কার্যালয় বলছে, বিশেষ ক্যাম্পেইনের আওতায় মঙ্গলবার থেকে এম.এ. আজিজ স্টেডিয়ামের সিজেকেএস মিলনায়তন ও পার্শ্ববর্তী অফিসার্স ক্লাব কেন্দ্রে বুস্টার ডোজ প্রয়োগ করা হবে। এ দু’টি কেন্দ্র মোটামুটি চূড়ান্ত। পাশাপাশি এম.এ. আজিজ স্টেডিয়াম সংলগ্ন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং জিইসি কনভেনশন সেন্টারেও কেন্দ্র করার চিন্তা রয়েছে স্বাস্থ্য বিভাগের। তবে পরের দু’টি কেন্দ্র জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের সাথে আলোচনার ভিত্তিতে চূড়ান্ত হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো: ইলিয়াছ চৌধুরী।

বিশেষ ক্যাম্পেইনের আওতায় মহানগরে দিনে ১০ হাজার মানুষকে বুস্টার ডোজের আওতায় আনার টার্গেট নির্ধারণ করা হয়েছে বলেও জানান সিভিল সার্জন। এদিকে, নিয়মিত কেন্দ্র হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) জেনারেল হাসপাতাল ও চট্টগ্রাম জেনারেল হাসপাতাল কেন্দ্রে (আন্দরকিল্লা) এসএমএস প্রদানের মাধ্যমে বুস্টার ডোজ প্রয়োগ করা হচ্ছে।

অর্থাৎ এসএমএস পাওয়া সাপেক্ষে এ দুই কেন্দ্রে বুস্টার ডোজ নিতে পারবেন টিকা গ্রহীতারা। তবে সোমবার থেকে বুস্টার ডোজ প্রয়োগের সংখ্যা বাড়ানোর কথা জানিয়েছেন চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি। অবশ্য, টিকা নিতে আসা কাউকে কেন্দ্র থেকে ফিরিয়ে দেয়া হচ্ছেনা বলেও জানান এ দুই কর্মকর্তা।

বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেশ-বিদেশের সব খবর সবার আগে জানতে ভিজিট করুন- talashtv24.com অথবা talashtv24

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

চবিতে শুরু হচ্ছে ডোপ টেস্ট, পজিটিভ হলে সিট বাতিল

🕒 অপরাধ ☰ বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ ✒️নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *