প্রকাশিত: শুক্রবার, ১১ই মার্চ ২০২২ খ্রিস্টাব্দ
নিউজ ডেস্ক : তালাশটিভি টোয়েন্টিফোর ডটকম
বিশেষ প্রতিনিধি (চট্টগ্রাম):
অদ্য ১০শে মার্চ ২০২২ইং তারিখ বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকার সময় চট্টগ্রামের সীতাকুন্ড থানাধীন পুলিশ ফাঁড়ি বারো আউলিয়া হোটেল এলাকা থেকে ভোলার চর ফ্যাশন থানার ওমরাবাজ নিবাসী মোঃ রফিকুল ইসলামের ১৮ বছরের ছেলে মোঃ সুমন ইট ভাঙ্গার দিন মজুরের কাজ করতে এসে নিখোঁজ হয়ে যায়।
সম্ভাব্য সকল স্থানে খোঁজার পরেও নিখোঁজ হওয়া এই সুমনকে পাওয়া যায় নাই। সুমনের নিখোঁজে তার পরিবার দিশেহারা হয়ে যায়। শুক্রবার (১১ই মার্চ) সীতাকুণ্ড থানায় নিখোঁজ সুমনের বাবা উপস্থিত হয়ে একটি সাধারণ ডায়েরি করেন। কোনো সহৃদয়বান ব্যক্তি এই নিখোঁজ হওয়া ছেলে সুমনের সন্ধান পেলে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে।
যোগাযোগের ঠিকানা-
সম্পাদক: ০১৯৭০-৮৬২৯০১
তালাশটিভি টোয়েন্টিফোর
কদম মোবারক মার্কেট, চেরাগী পাহাড়, মোমিন রোড, চট্টগ্রাম।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেশ-বিদেশের সব খবর সবার আগে জানতে ভিজিট করুন- talashtv24.com অথবা talashtv24
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com