প্রকাশিত: শনিবার, ৫ই মার্চ ২০২২ খ্রিস্টাব্দ
নিউজ ডেস্ক : তালাশটিভি টোয়েন্টিফোর ডটকম
বিশেষ প্রতিনিধি :
রাজশাহীর পুঠিয়ায় হোসনে আরা প্রান্তি (২০) নামে এক গৃহবধূ আমগাছের ডালে গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (৪ই ফেব্রুয়ারী) দিবাগত রাতে পুঠিয়া সদরের গণ্ডগোহালী জামালগঞ্জ পাড়ায় এ ঘটনা ঘটে। প্রান্তি একই এলাকার মোঃ বাবুর মেয়ে। শনিবার (৫ই ফেব্রুয়ারী) সকাল ৯টার দিকে পুলিশ প্রান্তির লাশ উদ্ধার করেন।
প্রান্তির দাদা নাজিমুদ্দিন দুদু জানান, প্রায় মাসখানেক আগে প্রান্তি স্বামীর বাড়ি থেকে আমাদের বাড়িতে আসে। শুক্রবার রাতে পরিবারের লোকজনের সাথে খাবার শেষে সে নিজ ঘরে ঘুমাতে যায়। শনিবার ভোরে আমি নামাজের জন্য বের হলে তার ঘরের দরজা খোলা দেখতে পাই। এ সময় তার ঘরে প্রবেশ করে তাকে দেখতে না পেয়ে ডাকাডাকি শুরু করি। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পেছনে আমগাছের ডালে গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করা অবস্থায় দেখতে পাই। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করেছি। মুখে, কপালে হালকা আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্ত রিপোর্ট তৈরি করছি।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেশ-বিদেশের সব খবর সবার আগে জানতে বা আপনার পাঠানো বিজ্ঞাপন দেখতে ভিজিট করুন- talashtv24.com অথবা talashtv24
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com