প্রকাশিত: রবিবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ
নিউজ ডেস্ক : তালাশটিভি টোয়েন্টিফোর ডটকম
মুহাম্মদ শাহাদাত হোসাইন :
বায়তুশ শরফের রাহবার, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের সভাপতি, বিশিষ্ট ইসলামী গবেষক ও বহুগ্রন্থ প্রণেতা আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.আ) চট্টগ্রাম মহানগরীর বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসার সভাপতি নির্বাচিত হয়েছেন। গত ১৬ই ফেব্রুয়ারি (বুধবার) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ রেজাউল হক স্বাক্ষরিত স্মারক মূলে আগামী তিন বছরের জন্য তাকে সভাপতি হিসেবে মনোনয়ন দেয়া হয়।
উল্লেখ্য, বায়তুশ শরফের রাহবার আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.আ) বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসায় প্রায় তিন দশকের শিক্ষকতা জীবন শেষে কিছুদিন আগে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। তিনি সাতকানিয়া পৌর সভার শাহ আখতারিয়া ফাজিল মাদরাসার সভাপতির দায়িত্ব পালন করছেন। বড়হাতিয়া মিয়াজিরপাড়া শাহ জব্বারীয়া আদর্শ মহিলা মাদরাসাসহ অনেক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তিনি বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের পরিচালনাধীন সাত শতাধিক মসজিদ, মাদরাসা, এতিমখানা, স্কুল, কলেজ, হাসপাতাল ও দাতব্য প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছেন। -প্রেস বিজ্ঞপ্তি।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেশ-বিদেশের সব খবর সবার আগে জানতে বা আপনার পাঠানো বিজ্ঞাপন দেখতে ভিজিট করুন- talashtv24.com অথবা talashtv24
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com