প্রকাশিত: মঙ্গলবার, ২২শে ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ
নিউজ ডেস্ক : তালাশটিভি টোয়েন্টিফোর ডটকম
মোঃ হারুনুর রশীদ চৌধুরী (সাতকানিয়া):
২১শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। সোমবার (২১শে ফেব্রুয়ারি) সকালে শহীদ মিনারে ভাষা শহীদদের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান সাতকানিয়া সরকারি কলেজের যুবলীগের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম জাহিদ ও নেতৃবৃন্দ।
সাতকানিয়া সরকারি কলেজের যুবলীগের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম জাহিদ তালাশটিভি টোয়েন্টিফোর এর একান্ত সাক্ষাৎকারে বলেন, যারা ১৯৫২ সালে বুকের তাজা রক্ত দিয়ে বাংলা ভাষার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাদেরকে আমরা কোনো দিন ভুলবো না।
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো) ১৯৯৯ সালে মহান একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়ার পর থেকে আন্তর্জাতিক পর্যায়েও গত কয়েক বছর ধরে এ দিবসটি পালিত হচ্ছে।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেশ-বিদেশের সব খবর সবার আগে জানতে বা আপনার পাঠানো বিজ্ঞাপন দেখতে ভিজিট করুন- talashtv24.com
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com