২২/০১/২০২৫ ইং
Home / অন্যান্য / হিজাব খুলতে বলায় ইস্তফা দিলেন অধ্যাপিকা

হিজাব খুলতে বলায় ইস্তফা দিলেন অধ্যাপিকা

প্রকাশিত: শুক্রবার, ১৮ই ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ

নিউজ ডেস্ক : তালাশটিভি টোয়েন্টিফোর ডটকম

ভারতের কর্ণাটকে কলেজে ঢোকার মুখে হিজাব খুলতে বলায় চাকরি থেকে ইস্তফা দিয়েছেন এক অধ্যাপিকা। জৈন পিইউ নামের একটি কলেজে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন। টুমাকুরু এলাকার জৈন পিইউ কলেজের অধ্যাপিকা চাঁদনির দাবি, তিন বছর ধরে চাকরি করছেন তিনি। হিজাব পরেই শিক্ষার্থীদের পড়িয়েছেন। কখনও তাকে কেউ হিজাব খোলার কথা বলেনি। এই প্রথম তাকে এভাবে বাধা দেওয়া হল।

তিনি বলেন, হঠাৎ করে বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ বললেন, হিজাব অথবা অন্য কোনো ধর্মীয় চিহ্ন থাকে, এমন পোশাক পরে ক্লাস নেওয়া যাবে না। কিন্তু গত তিন বছর ধরে তো আমি হিজাব পরেই ক্লাস নিলাম! এই নতুন সিদ্ধান্ত আমার আত্ম মর্যাদায় আঘাত করেছে। তাই ইস্তফা দিলাম।’

ইস্তফাপত্রে বিষয়টি উল্লেখ করে অধ্যাপিকা লিখেছেন, ‘আপনাদের এই অগণতান্ত্রিক কাজের আমি তীব্র নিন্দা জানাচ্ছি।’

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন কলেজের অধ্যক্ষ কে.টি মঞ্জুনাথ। তাদের দাবি, তিনি বা কলেজ কর্তৃপক্ষের কেউ চাঁদনিকে বলেননি যে হিজাব পরে ক্লাস নেওয়া যাবে না।

প্রসঙ্গত, সম্প্রতি কর্ণাটকের একটি কলেজের ছাত্রীদের হিজাব নিষিদ্ধের পর ভারত জুড়ে শুরু হয়েছে বিতর্ক। এ বিষয়ে হাইকোর্টে রিটও করা হয়েছে। গত সপ্তাহে এই রিটের শুনানি শুরু হয়েছে।

বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেশ-বিদেশের সব খবর সবার আগে জানতে বা আপনার পাঠানো বিজ্ঞাপন দেখতে ভিজিট করুন- talashtv24.com

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

ভর মৌসুমেও দেশে সারের মজুদ কম

🕒 জাতীয় ☰ সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ ✒️বিশেষ প্রতিনিধি (ঢাকা) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *