প্রকাশিত: সোমবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ
নিউজ ডেস্ক : তালাশটিভি টোয়েন্টিফোর ডটকম
মুহাম্মদ শাহাদাত হোসাইন:
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, আ.জ.ম নাছির উদ্দীনের মা ফাতেমা জোহরা বেগম একজন রত্নগর্ভা মা। ১৯৭২ সালে স্বামীকে হারানোর পর মহীয়সী এই নারী একা হাতে সংসারের হাল ধরেছেন। ছেলে-মেয়েদেরকে মানুষের মত মানুষ করেছেন। উনার সন্তানেরা আজ স্ব স্ব জায়গায় প্রতিষ্ঠিত।
রবিবার (১৩ই ফেব্রুয়ারি) চট্টগ্রাম ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে ওয়াসার সম্মেলন কক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীনের মাতা ফাতেমা জোহরা বেগমের মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম, দো'য়া মাহফিল ও শোক সভার আয়োজন করা হয়। সভায় তিনি এসব কথা বলেন।
এইচ.এস.সি ও সমমান পরীক্ষার ফলাফল জানতে ক্লিক করুন www.educationboardresults.gov.bd
অথবা www.bise-ctg.gov.bd
ওয়াসা সিবিএর সভাপতি এনায়েত উল্লাহর সভাপতিত্বে সভায় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন আহমেদ, উপদেষ্টা শফর আলী, কাউন্সিলর গিয়াস উদ্দিন, ওয়াসা শ্রমিক কর্মচারী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, মো. শাহাজাহান, মীর লোকমান, খোরশেদ আলম, রুহুল আমিন, ইলিয়াস, এসকান্দর, অরুন ঘোষ, ফজলুল কাদের, মাহবুব, আনোয়ার, মহরম, ফরহাদ রেজোয়ান, জাকারিয়া, কামরুল, শহিদুল ইসলাম খান, শিবাঙ্করসহ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রেস বিজ্ঞপ্তি।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর বা আপনার পাঠানো বিজ্ঞাপন দেখতে ভিজিট করুন- talashtv24.com
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com