প্রকাশিত: শনিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ
নিউজ ডেস্ক : তালাশটিভি টোয়েন্টিফোর ডটকম
মোঃ হারুনুর রশীদ (সাতকানিয়া):
অদ্য ৭ই ফেব্রুয়ারি (সোমবার) অনুষ্ঠিত সাতকানিয়া ৮নং ঢেমশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে জনাব মোঃ মির্জা আসলাম সরওয়ার রিমন মোটর সাইকেল মার্কায় বিপুল পরিমাণ ভোট পেয়ে অত্র এলাকাবাসীর সেবা করার জন্য নির্বাচিত হয়েছেন।
তিনি তালাশটিভি টোয়েন্টিফোরকে জানান, 'মনোবল আছে যার, জনপ্রতিনিধি হওয়ার অধিকার তার'। ঢেমশাবাসীর এই উপকারের কথা কখনো ভূলার মতো নই। ঢেমশাবাসী আমাকে যে সম্মান দিয়েছে তা চির স্বরণীয় হয়ে থাকবে। আমি নির্বাচনের আগে এলাকাবাসীকে যে প্রতিশ্রুতি দিয়েছি ইনশাআল্লাহ আমি তা প্রতি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবো।
তিনি আরও বলেন, ঢেমশাবাসীকে আমি সাতকানিয়া থানার রোল মডেল হিসেবে গড়ে তুলবো। ঢেমশাবাসীর প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিবো। ঢেমশাবাসীর সাথে আমাদের রক্তের সম্পর্ক। কেননা আমার বাবা বিগত ৩০ বছর চেয়ারম্যান ছিলেন। আজ আমার বাবা নেই। ঢেমশাবাসী আমাদেরকে ভুলে নাই। যদি ভুলতো তাহলে আজ আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে বিজয় করতো না।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর বা আপনার পাঠানো বিজ্ঞাপন দেখতে ভিজিট করুন- talashtv24.com
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com