২২/০১/২০২৫ ইং
Home / অন্যান্য / জায়েদের গোপন কথোপকথনের স্ক্রিনশট ফাঁস করলেন নিপুণ

জায়েদের গোপন কথোপকথনের স্ক্রিনশট ফাঁস করলেন নিপুণ

প্রকাশিত: রবিবার, ৩০শে জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ

নিউজ ডেস্ক । বিনোদন । তালাশটিভি টোয়েন্টিফোর ডটকম

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলন ডেকেছিল ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সেই সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক পদে জয়ী অভিনেতা জায়েদ খানের বেশ কিছু ‘কথোপকথন’-এর স্ক্রিনশট প্রকাশ করা হয়েছে। দাবি করা হয়েছে, জায়েদ খান ও প্রশাসনের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তার কথোপকথনের চিত্র এসব।

প্রেসক্লাবে প্রজেক্টরে প্রদর্শন করা সেসব স্ক্রিনশটের প্রথমেই লেখা ছিল, ‘ভাইয়া পেমেন্ট ক্লিয়ার নো টেনশন।’
অপর প্রান্ত থেকে উত্তর, ‌‘বেশ, তাদের সবাইকে এফডিসির গেইট থেকে দূরে অবস্থান করতে বলে দিয়েছি। তুমি বুকে সাহস রেখে কাজ চালিয়ে যাও।’

জায়েদ খানের দিক থেকে লেখা, ‘ভাইয়া হারুন ভাই বললো রিয়াজকে সরাতে হবে।’ অপর প্রান্ত থেকে লেখা, ‘শুনো জায়েদ সব তোমার ইচ্ছে মতো হলে চলবে না। প্রশাসনিক ঝামেলা আমাকে পোহাতে হয়। রিয়াজকে টেকনিকালি এখন কিছু করতে গেলে তাতে তোমার উপরে চাপ সৃষ্টি হবে। রিয়াজ বরং ভিতরেই থাকুক বিকল্প উপায় বের করো।’ পরে জায়েদ খানের মন্তব্য, ‘ভাইয়া আমি সব সেটিং করে রেখেছি। আপনি পারমিশন দিলে গেম প্লে স্টার্ট করব।’

আরেকটি স্ক্রিনশটে জায়েদের লেখা, ‘বাট প্ল্যান ১০০ ভাগ সাকসেস হয়নি।’ অপর প্রান্ত থেকে উত্তর, ‘স্টে কুল।’ জায়েদ খান আবার বলছেন, ‘আমার জন্য ভাবছি না স্যার, মিশা ভাই টেনশন ফিল করছে।’ অপর প্রান্ত থেকে উত্তর আসে, ‘আই কল্ড দা টপ লেভেল।’ জায়েদ খান বলছেন, ‘একটু তাড়াতাড়ি স্যার।’ অপর প্রান্ত থেকে লেখা, ‘আই সি হোয়াট ক্যান বি ডান।’

জায়েদ খান লিখেছেন, ‘বাহিরে অনেক মানুষ, আমার নিরাপত্তা দরকার স্যার।’ উত্তর আসে, ‘দ্য পুলিশ পোস্ট ইজ রেডি ফর ইউ। সো ডোন্ট ওরি।’ পরক্ষণেই জায়েদ বলছেন, ‘আমি কি আপনাকে কল করব স্যার?’ অপর প্রান্ত থেকে লেখা, ‘আই অ্যাম বিজি নাউ, ওয়েট টেন মিনিটস।’ জায়েদ লিখেছেন, ‘আপনি আমার ভরসা স্যার।’ উত্তর আসে, ‘ইউ কল মি ভাইবার।’

পরবর্তীতে জায়েদ ভাইবারে কী আলোচনা করেছিলেন? সেই প্রশ্ন মনে উঁকি দিয়েছে সাংবাদিক সম্মেলনে উপস্থিত সবার। এই সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক পদে ফের নির্বাচনের দাবি জানিয়েছেন নিপুণ।

বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর বা আপনার পাঠানো বিজ্ঞাপন দেখতে ভিজিট করুন- talashtv24.com

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

ভর মৌসুমেও দেশে সারের মজুদ কম

🕒 জাতীয় ☰ সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ ✒️বিশেষ প্রতিনিধি (ঢাকা) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *