২২/০১/২০২৫ ইং
Home / অন্যান্য / লোহাগাড়ায় পরাজিত প্রার্থীকে বিজয়ী দেখিয়ে গেজেট প্রকাশ!

লোহাগাড়ায় পরাজিত প্রার্থীকে বিজয়ী দেখিয়ে গেজেট প্রকাশ!

প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭শে জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ

নিউজ ডেস্ক । জাতীয় । তালাশটিভি টোয়েন্টিফোর ডটকম

বিশেষ প্রতিনিধি (লোহাগাড়া) :
লোহাগাড়ায় পরাজিত মেম্বার প্রার্থীক বিজয়ী দেখিয়ে গেজেট প্রকাশিত হয়েছে। এ ঘটনা সোশাল মিডিয়ার মাধ্যমে জানাজানি হলে এলাকায় ক্ষোভ ও হাস্যরসের সৃষ্টি হয়েছে। সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে কলাউজান ইউনিয়ের ৭নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ৪র্থ ধাপে বিগত ২৬শে ডিসেম্বর লোহাগাড়ার কলাউজান ইউনিয়নসহ ৬ ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়। কলাউজান ইউপিতে ৭নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী ছিলেন মাহমুদুল হক (মোরগ), মো: শাহজাহান (তালা) ও সন্তোষ কুমার বড়ূয়া (টিউবওয়েল)।

কলাউজান ডা. এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ওয়ার্ডের ভোট গ্রহণ করা হয়। ওই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা তিন হাজার ২৯৭। মেম্বার পদে মাহমুদুল হক (মোরগ) ৮৩৩ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো: শাহজাহান ৬৩১ (তালা) ভোট পান। কিন্তু ১৮ই জানুয়ারি প্রকাশিত গেজেটে মেম্বার পদে পরাজিত প্রার্থী মো: শাহজাহানকে জয়ী হিসেব দেখানো হয়। এ নিয়ে এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

মেম্বার পদে জয়ী মাহমুদুল হক জানান, তিনি কলাউজান ইউপির ৭নং ওয়ার্ডে ৮৩৩ ভোট পেয়ে মেম্বার পদে জয়ী হন। কিন্তু গেজেটে পরাজিত প্রার্থীর নাম প্রকাশিত হয়েছে। এ বিষয়ে তিনি সাংবাদদিকদের উপজেলা নির্বাচন কর্মকর্তার সাথে কথা বলার জন্য অনুরোধ করেন।

কলাউজান ইউপি চেয়ারম্যান আবদুল ওয়াহেদ জানান, এটি নির্বাচন কর্মকর্তাদের ভুলের কারণে হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তা দেখবেন।

লোহাগাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার সাদ্দাম হোসাইন রোমান খান জানান, প্রার্থীদের নাম পাশাপাশি থাকার কারণে এটি ভুলে হয়ে গেছে। তা সংশোধন করা হবে বলে তিনি জানান।

চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, এটা স্থানীয় রির্টানিং অফিসারের ভুলে হয়ে গেছে। এ বিষয়টি সংশোধনের জন্য স্থানীয় সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে। আশা করি শীঘ্রই তা সমাধান হয়ে যাবে।

বিশ্বের যেকোন প্রান্ত থেকে আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর বা আপনার পাঠানো বিজ্ঞাপন দেখতে ভিজিট করুন- talashtv24.com

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

ভর মৌসুমেও দেশে সারের মজুদ কম

🕒 জাতীয় ☰ সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ ✒️বিশেষ প্রতিনিধি (ঢাকা) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *