প্রকাশিত: বুধবার, ২৬শে জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ
নিউজ ডেস্ক : তালাশটিভি টোয়েন্টিফোর ডটকম
মোঃ আবদুল আমিন পেঠান একজন প্রতিবন্ধী। কিন্তু শারীরিক অক্ষমতার আড়ালে তিনি করেন ইয়াবা ব্যবসা। রোববার (২৩শে জানুয়ারি) রাতে ৩ হাজার ইয়াবা নিয়ে বাসে করে টেকনাফ থেকে চট্টগ্রাম শহরে যাচ্ছিলেন আমিন৷ কিন্তু লোহাগাড়া আসতেই তিনি পুলিশের জালে ধরা পড়েন। আমিন (২৮) কক্সবাজার জেলার টেকনাফ থানা মৌচনীপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয় এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়। এ সময় তল্লাশি করে তার কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বলেন, এখন প্রতিবন্ধীরাও মাদক পাচার করছে। গতকাল রাত সাড়ে ১১টার দিকে পুলিশের একটি দল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় আমিন নামের এক শারীরিক প্রতিবন্ধীর কাছ থেকে ৩ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
বিশ্বের যেকোন প্রান্ত থেকে আপনার চারপাশে ঘটে যাওয়া তাজা খবর বা আপনার পাঠানো বিজ্ঞাপন সবার আগে দেখতে ভিজিট করুন- www.talashtv24.com