২২/০১/২০২৫ ইং
Home / অন্যান্য / জায়েদ খানকে ‘বিয়ে’ করতে বললেন ইলিয়াস কাঞ্চন!

জায়েদ খানকে ‘বিয়ে’ করতে বললেন ইলিয়াস কাঞ্চন!

প্রকাশিত: বুধবার, ২৬শে জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ

নিউজ ডেস্ক : তালাশটিভি টোয়েন্টিফোর ডটকম

বিনোদন: জায়েদ খান শিল্পী সমিতি নির্বাচনে তার প্যানেল পরিচিতি অনুষ্ঠানে বলেছিলেন, ‘মা মারা যাওয়ার আগে বলেছিলেন বিয়েশাদী করা লাগবে না, সমিতি নিয়ে থাকো। কিন্তু আমি না শুনে শিল্পী সমিতি ও সংগঠন নিয়ে ছিলাম।’ এই কথার প্রেক্ষিতে মঙ্গলবার (২৫শে জানুয়ারি) দুপুরে ইলিয়াস কাঞ্চন তার প্যানেল পরিচিতি অনুষ্ঠানে জায়েদ খানকে বিয়ে করার পরামর্শ দিলেন!

জায়েদের উদ্দেশ্যে তার প্রতিদ্বন্দ্বী প্যানেলের সভাপতি পদপ্রার্থী ইলিয়াস কাঞ্চন বলেন, ‘ছোট ভাই তোমাকে অনুরোধ করছি, শিল্পী সমিতি তো আছেই; তারপরেও তুমি বিয়ে করো। তোমার সন্তান হোক। আমরা চাচা হই। তোমার বোধদয় হোক। তুমি খালাম্মার কথা শোনো নাই, অন্তত আমাদের কথাটি শোনো। তোমার মঙ্গল হোক।’

মিশা-জায়েদ প্যানেল থেকে ছড়ানো হয়েছে ইলিয়াস কাঞ্চন সবসময় শিল্পীদের পাশে ছিলেন না। পরিচিতি অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চন এ কথার প্রেক্ষিতে বলেন, আমি সবসময় শিল্পীদের সঙ্গে ছিলাম। আগের নির্বাচনে আমাকে নির্বাচন কমিশনার হতে বলা হয়েছিল, আমি ছিলাম। শিল্পী সমিতির উপদেষ্টা কমিটিতে থাকতে বলা হয়েছিল, আমি ছিলাম। এবারও আমাকে নির্বাচন কমিশনারের দায়িত্ব নিতে বলা হয়েছিল। চিঠি দিতে চেয়েছিল। আমি বলেছিলাম, সবসময় এসবই করবো নাকি? কই আমাকে তো কখনও সভাপতি হতে বলা হলো না! শুরুতে নির্বাচন করার ছিলাম না। নিপুণ, রিয়াজ, ফেরদৌসসহ অন্যরা আমাকে এমনভাবে ধরেছে যে আমি না করতে পারিনি। তারা ভালো বলে তাদের সঙ্গে আছি।

সর্বোপরি ধন্যবাদ জানিয়ে ইলিয়াস কাঞ্চন জানান, তারা আমাকে সভাপতি হিসেবে চেয়েছে বলে আমি তাদের সঙ্গে আছি। এর আগে আমাকে কেউ সভাপতি হিসেবে নির্বাচন করতে বলেনি। তারা শুধু নিজেরাই এই পদে থাকতে চায়। নিপুণরা আমাকে ডেকেছে বলে আমি তাদের ধন্যবাদ জানাই।

বিশ্বের যেকোন প্রান্ত থেকে আপনার চারপাশে ঘটে যাওয়া তাজা খবর বা আপনার পাঠানো বিজ্ঞাপন সবার আগে দেখতে ভিজিট করুন- www.talashtv24.com

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

ভর মৌসুমেও দেশে সারের মজুদ কম

🕒 জাতীয় ☰ সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ ✒️বিশেষ প্রতিনিধি (ঢাকা) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *