২১/১২/২০২৪ ইং
Home / শিক্ষা / অন্যান্য / আসামি ধরতে গিয়ে হামলার মুখে পুলিশ

আসামি ধরতে গিয়ে হামলার মুখে পুলিশ

প্রকাশিত: সোমবার, ২৪শে জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ

নিউজ ডেস্ক | কক্সবাজার | তালাশটিভি টোয়েন্টিফোর ডটকম

কক্সবাজারের চকরিয়া উপজেলায় হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযানে গিয়ে হামলার মুখে পড়েন পুলিশ। চকরিয়া থানার ওসি মোঃ ওসমান গনি বলেন, রোববার (২৩শে জানুয়ারি) মধ্যরাতে উপজেলার বদরখালী ইউনিয়নের ঠুটিয়াখালী এলাকায় ওই হামলার ঘটনায় দু’জন এস.আই এবং তিনজন কনস্টেবল আহত হয়েছেন। পরে মোঃ সাগর নামের ২৮ বছরের এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় সেখান থেকে গ্রেপ্তার করে পুলিশ। সাগর ওই উপজেলার বদরখালী ইউনিয়নের ঠুটিয়াখালী এলাকার আব্দুল জলিলের ছেলে।

এ ঘটনায় সোমবার (২৪শে জানুয়ারি) সকালে একটি মামলা করেছেন চকরিয়া থানার এস.আই গোলাম সারোয়ার। সাগর ছাড়াও মোঃ ছোটন ও মোঃ রাজীবের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয়ে আরও পাঁচজনকে সেখানে আসামি করা হয়েছে।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার দুপুরে ‘বদরখালী সমবায় সমিতির’ কার্যালয়ের সামনে জমির বিরোধ নিয়ে একটি সালিশ বসে। সেখানে প্রতিপক্ষের হামলায় জয়নাল আবেদীন (৪০) নামের একজন নিহত হন, আহত হয় চারজন। ওই ঘটনার জড়িতদের ধরতে মধ্যরাতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশ যাওয়ার পর একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এক পর্যায়ে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে চকরিয়া থানায় পাঁচ পুলিশ সদস্য আহত হন।

“আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি করলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আহত একজনকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়।”

আহত পুলিশ সদস্য ও গ্রেপ্তার সাগরকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সাগরের অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সালিশে জয়নাল আবেদীন হত্যার ঘটনায় এখনও কোনো মামলা হয়নি বলে জানান ওসি।নিহতের স্বজনরা এজাহার জমা দিলে মামলা নথিভুক্ত করা হবে। হত্যা ও হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বিশ্বের যেকোন প্রান্ত থেকে আপনার চারপাশে ঘটে যাওয়া তাজা খবর বা আপনার পাঠানো বিজ্ঞাপন সবার আগে দেখতে ভিজিট করুন- www.talashtv24.com

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

চবিতে শুরু হচ্ছে ডোপ টেস্ট, পজিটিভ হলে সিট বাতিল

🕒 অপরাধ ☰ বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ ✒️নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *