সাতকানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন
প্রকাশিত: বুধবার , ১৯শে জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ
নিউজ ডেস্ক | জাতীয় | তালাশটিভি টোয়েন্টিফোর ডটকম
মোঃ হারুনুর রশীদ চৌধুরী (সাতকানিয়া):
আসন্ন ইউপি নির্বাচনে সাতকানিয়া উপজেলার ২নং খাগরিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক সফল মেম্বার ও ২য় বারের মেম্বার পদপ্রার্থী মোঃ জসিম উদ্দীন অত্র এলাকার সকলের কাছে দো'য়া ও সমর্থন কামনা করেন। তিনি অত্র এলাকার মৃত আমিনুল ইসলামের ছেলে। আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে এলাকাবাসীর দো'য়া ও সমর্থন কামনায় তার নির্বাচনী এলাকায় ব্যাপক গনসংযোগের মাধ্যমে তিনি কুশল বিনিময় করেছেন। এ কুশল বিনিময়ের মাধ্যমে এলাকাবাসীর মাঝে ইতিমধ্যে ব্যাপক জনসমর্থন অর্জন করতে সক্ষম হয়েছেন বলে মনে করেন ৯নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ জসিম উদ্দীন।
তালাশটিভি টোয়েন্টিফোরকে মেম্বার পদপ্রার্থী মোঃ জসিম উদ্দীন জানান, আসন্ন সাতকানিয়া উপজেলার ইউপি নির্বাচনে ২নং খাগরিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ২য় বারের মতো মেম্বার পদপ্রার্থী হিসেবে আমি অত্র এলাকার সর্বস্তরের জনগণের কাছে দো'য়া ও পুর্ণ সমর্থনের মাধ্যমে ভোট চায়। আমি ৯নং ওয়ার্ডের বিগত দিনে মেম্বার থাকা অবস্থায় রাস্তা-ঘাটের অনেক কাজ করেছি, করেছি শিক্ষা প্রতিষ্ঠানের কাজ এবং এলাকাবাসীর অধিকার আদায়ে সব ধরনের উন্নয়নমুলক কাজ করার চেষ্টা করেছি।
সর্বোপরি ২নং খাগরিয়া ইউনিয়ন ৯নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ দেশ ও জনগণের কল্যানের স্বার্থে আমাকে দো'য়া ও পূর্ণ সমর্থনের মাধ্যমে ভোট দিয়ে নির্বাচিত করলে আমি অত্র এলাকার উন্নয়নমূলক অসমাপ্ত কাজ সমাপ্ত করা, শান্তি-শৃংঙ্খলা বজায় এবং ন্যায়-নীতি প্রতিষ্ঠা করাসহ গরীব-দু:খী ও মেহনতী মানুষের সেবায় নিজেকে সর্বাত্মক নিয়োজিত রাখবো; ইনশাআল্লাহ।
বিশ্বের যেকোন প্রান্ত থেকে আপনার চারপাশে ঘটে যাওয়া তাজা খবর বা আপনার পাঠানো বিজ্ঞাপন সবার আগে দেখতে ভিজিট করুন- www.talashtv24.com
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com