ভোটে হেরেছি ইভিএম আর প্রশাসনের কারণে : তৈমুর
প্রকাশিত: সোমবার , ১৭ই জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ
নিউজ ডেস্ক | জাতীয় | তালাশটিভি টোয়েন্টিফোর ডটকম
বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):
সেলিনা হায়াৎ আইভীকে লক্ষাধিক ভোটে হারানোর আশা করেছিলেন বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার। কিন্তু ফল উল্টে যাওয়ায় নিজের হারের দু'টো কারণ দেখিয়েছেন তিনি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়া তৈমুর বলেছেন, প্রশাসনিক ও ইভিএমের কারচুপির কারণেই তাকে ভোটে হারতে হয়েছে।
গতকাল রোববার (১৬ই জানুয়ারি) অনুষ্ঠিত সিটি নির্বাচনে ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা চলার মধ্যে সন্ধ্যার পর নৌকার প্রার্থী আইভীর সমর্থকরা যখন জয়োল্লাসে মেতে ওঠে, তখন মাসদাইরে নিজ বাসায় সংবাদ সম্মেলনে আসেন হাতি প্রতীকের প্রার্থী তৈমুর। তিনি বলেন, এই ভোটে অংশ নিয়ে তাকে সরকারের সঙ্গে খেলতে হয়েছে। প্রশাসনিক ইঞ্জিনিয়ারিং এবং ইভিএমের কারচুপির জন্য আজকে আমাদের এ পরাজয় বরণ করতে হয়েছে। এ পরাজয়কে পরাজয় মনে করি না। আমি ধন্যবাদ জানাই জনগণ ও মিডিয়াকে।
তৈমুর বলেন, জনগণের উপস্থিতি স্বতঃস্ফূর্ত ছিল। কিন্তু তারা ভোট দিতে পারেনি। মেশিনটা স্লো। ভেতরে একটা ইঞ্জিনিয়ারিং হয়েছে; না হলে এত ডিফারেন্স হতে পারে না। এটা খেলা হয়েছে সরকার ভার্সাস জনগণ, সরকার ভার্সাস তৈমুর আলম খন্দকার। বিএনপি আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ার পর এই নির্বাচনে তৈমুর স্বতন্ত্র প্রার্থী হন। তবে দলের স্থানীয় নেতারা তার সঙ্গেই ছিলেন। ভোটের আগে-পরের পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আমার জন্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ছিল নির্বাচন কমিশন ও প্রশাসন; পুলিশের আচরণ। সেটারই প্রমাণ হয়েছে। সকাল থেকে বলে ছিলাম ইভিএম মেশিনটা ত্রুটিপূর্ণ, স্লো। কোথাও কোথাও অকেজো ও হ্যাং হয়ে যায়।
গ্রেপ্তার-হয়রানির অভিযোগ তুলে তিনি বলেন, নির্বাচনে যারা ব্যস্ত ছিলেন তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। ঢাকা থেকে আওয়ামী লীগের লোক আসার পর থেকে গ্রেপ্তার করা শুরু হয়েছে। এ অবস্থায় একজন মানুষ স্বতন্ত্র দাঁড়িয়ে কিভাবে ঠিক থাকতে পারে? জনগণ আমাকে সর্বাত্মক সমর্থন করেছে, তাদের ধন্যবাদ জানাই। গণমাধ্যমকে ধন্যবাদ জানাই।
বিশ্বের যেকোন প্রান্ত থেকে আপনার চারপাশে ঘটে যাওয়া তাজা খবর বা আপনার পাঠানো বিজ্ঞাপন সবার আগে দেখতে ভিজিট করুন- www.talashtv24.com
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com