★ পবিত্র কোরআন-হাদিসের বাণী ★
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ই জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ
নিউজ ডেস্ক । ইসলাম। তালাশটিভি টোয়েন্টিফোর ডটকম
★ পবিত্র আল-কোরআন ★
<= জেনেশুনে কাউকে আল্লাহর সমকক্ষ না করা =>
<= বিসমিল্লাহির রাহমানির রাহিম =>
=> যিনি জমিনকে তোমাদের জন্য বিছানা ও আসমানকে করেছেন ছাদ এবং আকাশ থেকে পানি অবর্তীর্ণ করে তা দিয়ে তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেছেন। কাজেই তোমরা জেনেশুনে কাউকে আল্লাহর সমকক্ষ দাঁড় করিও না।
→(সূরা আল বাকারা; আয়াত-২২)
★ পবিত্র আল-হাদিস ★
<= পেসাবের ব্যাপারে সতর্কতা =>
=> হযরত ইবনে আব্বাস (রা:) থেকে বর্ণিত আছে, নবী করীম (সা:) দু'টি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, এদের উভয়কে শাস্তি দেয়া হচ্ছে, কিন্তু বড় কোনো অপরাধের জন্য শাস্তি দেয়া হচ্ছে না। এদের একজন পেশাবের সময় আড়াল (পর্দা) করত না, আর অপরজন একের কথা অন্যের কাছে বলে বেড়াত (চোগলখুরি করত)।
→(সুনানে আত তিরমিযী-৭০, ইবনে মাজাহ-৩৪৭, বুখারী ও মুসলিম)
বিশ্বের যেকোন প্রান্ত থেকে আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর বা খবরের পিছনের খবর অথবা আপনার পাঠানো বিজ্ঞাপন সবার আগে দেখতে ভিজিট করুন- www.talashtv24.com
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com