দাওয়াই হিসেবে মেহেদি পাতার গুণাগুণ
প্রকাশিত: শুক্রবার, ৭ই জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ
নিউজ ডেস্ক | স্বাস্থ্য-বার্তা | তালাশটিভি টোয়েন্টিফোর ডটকম
স্বাস্থ্য-বার্তা: হিসেবে মেহেদি পাতার ব্যবহার সম্পর্কে অনেকে জানে না। সাধারণত মেহেদি নারীদের সাজ-সজ্জা ও পুরুষের চুল ও দাড়ি রাঙানোর কাজে ব্যবহৃত হয়। কিন্তু এর অনেক ঔষধি গুণ আছে। হযরত আলী ইবনে ওবায়দুল্লাহ তাঁর দাদি সালমা (রা:) থেকে বর্ণনা করেছেন, ‘তিনি (সালমা) রাসুলুল্লাহ (সা:) এর সেবা করতেন। তিনি বলেন, যখন রাসুলুল্লাহ (সা:) এর দেহে কোনো তলোয়ার বা দা'র আঘাতে ক্ষত হতো, তিনি তাতে মেহেদি লাগাতে আমাকে নির্দেশ দিতেন।’ (তিরমিজী শরীফ, হাদিস-২০৫৪)
অন্য বর্ণনায় এসেছে, ‘নবী করিম (সা:) কখনো আঘাত পেলে অথবা কাটাবিদ্ধ হলে তিনি আঘাতপ্রাপ্ত স্থানে মেহেদি লাগাতেন।’
(ইবনে মাজাহ শরীফ, হাদিস-৩৫০২)
সালমা (রা:) বলেন, ‘কেউ মাথা ব্যথার অভিযোগ নিয়ে রাসুলুল্লাহ (সা:) এর কাছে এলে তিনি বলতেন, শিঙ্গা লাগাও এবং পায়ের ব্যথার অভিযোগের ক্ষেত্রে বলতেন, মেহেদি পাতার রস লাগাও।’
(আবু দাউদ শরীফ, হাদিস-৩৮৫৮)
হাফেজ ইবনুল কাইয়িম (রহ.) মেহেদি পাতার উপকারিতা সম্পর্কে ‘আত-তিব্বুন নববি’ গ্রন্থে লিখেছেন,
১. মেহেদি আগুনে পোড়া ক্ষতের জন্য বেশ উপকারী।
২. যদি কোনো শিরা বা অঙ্গে মেহেদির প্রলেপ দেওয়া হয়, তাহলে শিরার শক্তিতে সজীবতা আনে। ৩. যদি তা চাবানো হয়, তাহলে মুখের জখম ও দাঁতের মাড়ির ক্ষত উপশম হয়। ৪. জিহ্বার উপরিভাগের ক্ষত দূর করে। ৫. বিশেষত শিশুদের জিহ্বায় যে দানা দানা দেখা দেয়, তার জন্য মেহেদি খুবই উপকারী। ৬. ফোঁড়া ও যন্ত্রণাদায়ক আগুনের দগ্ধে মেহেদির প্রলেপ দিলে স্বস্তি ও প্রশান্তি লাভ হয়। ৭. মেহেদি ফুলের সঙ্গে খাঁটি মোম এবং গোলাপের তৈল মিলিয়ে মালিশ করলে নিউমোনিয়া এবং পাঁজরের ব্যথা চলে যায়। (আত-তিব্বুন নববি, পৃষ্ঠা-১৫০)
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com