২২/০১/২০২৫ ইং
Home / জাতীয় / ফরিদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত প্রার্থীরা

ফরিদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত প্রার্থীরা

ফরিদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত প্রার্থীরা

প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ই জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ

নিউজ ডেস্ক | নির্বাচন | তালাশটিভি টোয়েন্টিফোর ডটকম

সুমন বিশ্বাস (ফরিদপুর সদর) :
৫ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বুধবার (৫ই জানুয়ারী-২২) ফরিদপুরে দুই উপজেলার ১৩ ইউনিয়নে নির্বাচন হয়েছে। নির্বাচনে ৮ টিতে স্বতন্ত্র ও ৫ টিতে নৌকা প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এর মধ্যে সদরপুর উপজেলায় ৯ ইউনিয়নে ৩ টিতে নৌকা এবং মধুখালী উপজেলায় ৪ ইউনিয়নে ২ টিতে নৌকা প্রার্থীরা জয় লাভ করেছে।

ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ৯ টিতে ইউনিয়নের সদরপুর সদর ইউনিয়নে মোটর সাইকেল প্রতীক নিয়ে কাজী জাফর, ভাষানচর ইউনিয়নে টেবিলফ্যান প্রতীক নিয়ে গোলাম কাওসার, দিয়ারা নারিকেল বাড়িয়া ইউনিয়নে চশমা প্রতীক নিয়ে মোঃ নাসিরউদ্দীন সরদার, চর নাসিরপুর ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে রোকন মোল্যা, চরবিশ্নোপুর ইউনিয়নে মোটর সাইকেল প্রতীক নিয়ে মোয়াজ্জেম হোসেন, চরমানাইর ইউনিয়নে চশমা প্রতীক নিয়ে রফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

এই উপজেলায় নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন কৃষনোপুর ইউনিয়নে মোঃ আক্তারুজ্জামান তিতাস, আকোটেরচর ইউনিয়নে আসলাম ব্যাপারী, ঢেউখালি ইউনিয়নে মোঃ মিজানুর রহমান বয়াতী নির্বাচিত হয়েছেন।

অপরদিকে ফরিদপুরের মধুখালি উপজেলায় জাহাপুর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে মোঃ সামচুল আলম বাচ্চু, বাগাট ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে মতিয়ার রহমান, কামারখালী ইউনিয়নে চশমা প্রতীক নিয়ে রাকিব হোসেন চৌধুরী ইরান এবং রায়পুর ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

ভর মৌসুমেও দেশে সারের মজুদ কম

🕒 জাতীয় ☰ সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ ✒️বিশেষ প্রতিনিধি (ঢাকা) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *