২২/০১/২০২৫ ইং
Home / সারাবাংলা / চট্রগ্রাম / বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা’র প্রাক্তন ছাত্র পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা’র প্রাক্তন ছাত্র পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা’র প্রাক্তন ছাত্র পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশিত: শনিবার, ২৫শে ডিসেম্বর ২০২১ খ্রিস্টাব্দ

নিউজ ডেস্ক | চট্টগ্রাম | তালাশটিভি টোয়েন্টিফোর ডটকম

বিশেষ প্রতিনিধি:
অদ্য ২৪শে ডিসেম্বর (শুক্রবার) বাদে মাগরিব চট্টগ্রাম নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত ‘বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসা’র প্রাক্তন ছাত্র পরিষদের আহ্বায়ক কমিটি গঠনকল্পে বায়তুশ শরফ ইসলামী গবেষণা প্রতিষ্ঠান মিলনায়তনে রাহবারে বায়তুশ শরফ মাওলানা মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.আ.) এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্তো মতবিনিময় সভাটি দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পেশায় জড়িত প্রাক্তন ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে অভূতপূর্ব এক মিলনমেলায় পরিণত হয়। রাহবারে বায়তুশ শরফ নবগঠিত কমিটির নাম দিয়েছেন ‘বায়তুশ শরফ আনজুমানে তোলাবায়ে সাবেক্বীন’।

মতবিনিময় সভায় বক্তারা ‘বায়তুশ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসা’র ছাত্র হতে পেরে নিজেদের সৌভাগ্যবান দাবি করে বলেন, কৈশোরের আকাশকুসুম স্বপ্নগুলো শুরু হয়েছিল এই মাদরাসা থেকেই। এখান থেকেই স্বপ্ন দেখেছি ভালো মানুষ হওয়ার ও সুন্দর ভবিষ্যতের। এখান থেকেই স্বপ্ন দেখেছি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মা-বাবা, প্রতিবেশী ও দেশের মুখ উজ্জ্বল করার। বক্তারা তাদের প্রিয় প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে নিজেদের দৃঢ় সংকল্পের কথা ব্যক্ত করে একটি শক্তিশালী কার্যকরী কমিটি গঠনের ওপর জোর দেন। মতবিনিময় সভা শেষে ‘বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা’র প্রাক্তন ছাত্র পরিষদ গঠনকল্পে মুহাম্মদ আবদুল করিম আহ্বায়ক, মোরশেদ হোসাইন আজাদকে যুগ্ম আহ্বায়ক, মুহাম্মদ ইফতেখার উদ্দিনকে সদস্য সচিব এবং ড. সাখাওয়াত হোসাইনকে যুগ্ম সদস্য সচিব করে ১১ সদস্যবিশিষ্ট একটি ‘আহ্বায়ক কমিটি’ গঠন করা হয়।

ঘরে বসে বিজ্ঞাপন দিন
শ্রেণিভূক্ত বিজ্ঞাপন যেমন- নিয়োগ বিজ্ঞপ্তি, আবশ্যক, ক্রয়-বিক্রয়, পাত্র-পাত্রী, ভাড়া, হারানো বিজ্ঞপ্তি, শুভেচ্ছা, জন্মদিন, শিক্ষক দিচ্ছি/নিচ্ছি, বিবিধ বিজ্ঞাপনসহ যেকোন বিজ্ঞাপন প্রদানের জন্য যোগাযোগ করুন- 01970-862901 অথবা ই-মেইল করুন- talashtv247@gmail.com এ ঠিকানায়। মূল পত্রিকা ছাড়াও আপনার পাঠানো বিজ্ঞাপন দেখতে বিশ্বের যেকোন প্রান্ত থেকে ভিজিট করুন- www.talashtv24.com

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

ভর মৌসুমেও দেশে সারের মজুদ কম

🕒 জাতীয় ☰ সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ ✒️বিশেষ প্রতিনিধি (ঢাকা) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *