২১/১২/২০২৪ ইং
Home / সারাবাংলা / ঢাকা / সংকটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া: রিজভী

সংকটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া: রিজভী

সংকটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া: রিজভী

প্রকাশিত: বুধবার, ২২শে ডিসেম্বর ২০২১ খ্রিস্টাব্দ

নিউজ ডেস্ক | ঢাকা | তালাশটিভি টোয়েন্টিফোর ডটকম

বিশেষ প্রতিনিধি: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চরম সংকটময় মুহূর্ত পার করছেন। অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা নিতে হবে। মঙ্গলবার (২১শে ডিসেম্বর) বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় তিনি খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে পাঠানোর দাবিতে বুধবার (২২শে ডিসেম্বর) থেকে সারাদেশের জেলা সদরে সমাবেশ কর্মসূচির কথা জানান।

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রিজভী বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানাের জন্য বার বার দাবি করা সত্ত্বেও সরকার রহস্যজনকভাবে নিরব রয়েছে। পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার চিকিৎসা এ দেশে সম্ভব নয়, তাকে বাঁচাতে হলে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়া অতি জরুরি। যতই দিন যাচ্ছে তার শারীরিক অবস্থার ততই অবনতি হচ্ছে। খালেদা জিয়ার মুমূর্ষু অবস্থাকে কোনোভাবেই বিবেচনায় না নিয়ে সরকার এক ভয়ানক মনুষ্যত্বহীন চক্রান্তে মেতে ওঠেছে। তার চিকিৎসা নিয়ে সরকার নানামূখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অথচ খালেদা জিয়ার মতো সংগ্রামী জীবন এখনো কেউ অতিক্রম করতে পারেনি।

এদেশের গণতান্ত্রিক রাজনৈতিক ইতিহাসে এক সমুজ্জ্বল নাম খালেদা জিয়া। গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে তিনি যে রাজনৈতিক তরঙ্গ তৈরি করেছিলেন তা আজও এদেশের মানুষকে আন্দোলিত করে। দেশের প্রচলিত আইনেই তার বিদেশে চিকিৎসা সম্ভব। দলমত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের দাবিকেও অগ্রাহ্য করে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে নিঃশেষ করে দেওয়ার আয়ােজনে ব্যস্ত সরকার। কিন্তু দীর্ঘ রাজনৈতি জীবনে জনগণের সর্বোচ্চ ভালোবাসা অর্জন করেছেন খালেদা জিয়া। জনগণের ভালোবাসার শক্তিকে গণবিরোধী ও অগণতান্ত্রিক দানবীয় শক্তি কখনই পরাজিত করতে পারবে না বলে জানান রিজভী।

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

চবিতে শুরু হচ্ছে ডোপ টেস্ট, পজিটিভ হলে সিট বাতিল

🕒 অপরাধ ☰ বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ ✒️নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *