পৃথিবীতে মুহাম্মদ (সা:) এর দেখানো পথেই কেবল মানবাধিকার প্রতিষ্ঠা সম্ভব : ড. চৌধুরী মাহমুদ হাসান
প্রকাশিত: শনিবার, ১৮ই ডিসেম্বর ২০২১ খ্রিস্টাব্দ
নিউজ ডেস্ক | ঢাকা | তালাশটিভি টোয়েন্টিফোর ডটকম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সাবেক ডিন ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর মানবীয় মূল্যবোধ চর্চার মাধ্যমে পৃথিবীতে সত্যিকার অর্থে মানবাধিকার প্রতিষ্ঠা সম্ভব। অন্য কোনো মতাদর্শে প্রকৃত কল্যাণ নেই। সেই সাথে রাসূল (সা:) কে আরো বেশি পরিমাণে স্মরণ এবং তার আদর্শ ব্যক্তিজীবন ও রাষ্ট্রীয় ক্ষেত্রে বাস্তবায়নের মাধ্যমে মানুষের প্রকৃত মুক্তি অর্জিত হবে। পবিত্র সিরাতুন্নবী (সা:) উপলক্ষে জাতীয় উদযাপন কমিটির উদ্যোগে শনিবার সকাল ১০টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ‘মানবাধিকার প্রতিষ্ঠায় রাসূল (সা:) এর নীতি ও আদর্শ শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টি চেয়ারম্যান প্রফেসর কামালুদ্দীন আব্দুল্লাহ জাফরীর সভাপতিত্বে সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগীয় প্রফেসর ড. জুবায়ের ইহসানুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তা'মিরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল হান্নান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আ ক ম আব্দুল কাদের, তামিরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মুফতী আবু ইউসুফ খান, বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারি জেনারেল মাওলানা ড. খলিলুর রহমান মাদানী, শর্ষীনা দরবার শরীফের ছোট পীর মাওলানা শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এডভোকেট জালাল উদ্দিন ভূঁইয়া, বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডা: আতিয়ার রহমান, মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, ড. মোহাম্মদ আব্দুল মান্নান, অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন, মানবাধিকার কর্মী আবু হানিফ নোমান, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট টিভি উপস্থাপক মাওলানা মাহমুদুল হাসান ও আন নাহদা ফাউন্ডেনের চেয়ারম্যান মাওলানা রফিকুল ইসলাম মিয়াজি প্রমুখ।
সভাপতির বক্তব্যে সাইয়েদ কামাল উদ্দিন জাফরী বলেন, মানুষের জন্য উত্তম আদর্শ হিসেবে মহান আল্লাহ তা'য়ালা মুহাম্মদ (সা:) কে সার্টিফিকেট প্রদান করেছেন। সুতরাং জীবনের সকল ক্ষেত্রে আমাদের মুহাম্মদ (সা:) এর আদর্শকে গ্রহণ করতে হবে। রাসূল (সা:) কে মহান আল্লাহ জ্ঞান দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। ফলে জ্ঞানের ক্ষেত্রে আমাদের শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। যারা মানবতার দোহাই দিচ্ছে তারাই আবার পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে। যারা ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে একমাত্র মুহাম্মদ (সা:)কে নেতা মেনে নিয়ে তার আদর্শকে লালন করতে এবং তা বাস্তবায়ন করতে হবে।
অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন বলেন, প্রিয় নবী (সা:) এর দেখানো মানবীয় মূল্যবোধের প্রতি আমাদের নজর রাখতে হবে। তাকে মানার মাধ্যমেই কেবল মানবতা সঠিক পথে পরিচালিত হবে। আজ সমাজে যেভাবে অন্যায় চলছে তা বন্ধ করতে হলে অবশ্যই নবী (সা:) এর দেখানো আদর্শ মতো কাজ করতে হবে। আজকে সমাজে যেভাবে অশ্লীলতা বৃদ্ধি পেয়েছে সেখানে আল্লাহর গজব নেমে আসাটাই স্বাভাবিক। সুতরাং অশ্লীলতা বন্ধে আমাদের প্রিয় নবী (সা:) এর দেখানো পথে ফিরে আসতে হবে।
অধ্যাপক ড. আব্দুল হান্নান বলেন, রাষ্ট্রীয়ভাবে যারা ন্যায়বিচার প্রতিষ্ঠিত করতে চাই তাদেরকে অবশ্যই মুহাম্মাদ (সা:) এর জীবনী জানতে হবে। শুধু বক্তব্য সেমিনারে মুখে আইনের শাসন ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বললেই তা প্রতিষ্ঠিত হয়ে যাবে না। আজ সমাজে প্রকৃত পক্ষে কি ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে? না, বাস্তবতা হচ্ছে এখনো সমাজে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।
অধ্যাপক আ ক ম আব্দুল কাদের বলেন, আল্লাহর রাসূল মুহাম্মদ (সা:) শত্রুর সাথে মানবাধিকারে যে দৃষ্টান্ত পেশ করেছেন পৃথিবীর ইতিহাসে তা নজির স্থাপিত হয়ে আছে। আজ সমাজে যে অশান্তি অবিচার অমানবিকতা তা থেকে মানুষকে মুক্ত করতে অবশ্যই প্রিয় নবী মুহাম্মদ (সা:) এর আদর্শ গ্রহণ করতে হবে।
অনুষ্ঠানে সিরাতুন্নবী (সা:) উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় ৩টি গ্রুপে বিজয়ী ৩০ জনকে নগদ অর্থ ও ক্রেস্টসহ আকর্ষণীয় বইয়ের সেট পুরস্কার প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com