ডাঃ দেবমিত্রা চৌধুরী দেবীর শুভ জন্মদিনে 'সূর্যের হাসি ক্লিনিক' পরিবারের শুভেচ্ছা
প্রকাশিত: বুধবার, ২৪শে নভেম্বর ২০২১ খ্রিস্টাব্দ
নিউজ ডেস্ক | চট্টগ্রাম | তালাশটিভি টোয়েন্টিফোর ডটকম
আজ ২৪শে নভেম্বর ২০২১ ইংরেজি রোজ বুধবার ডাঃ দেবমিত্রা চৌধুরী দেবীর শুভ জন্মদিন। বর্তমানে তিনি চট্টগ্রাম জামালখানস্থ 'সূর্যের হাসি ক্লিনিক'-এর মেডিকেল অফিসার (মেডিসিন, মা ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসক) হিসেবে কর্মরত আছেন।
চট্টগ্রাম জামালখান 'সূর্যের হাসি ক্লিনিক' পরিবারের পক্ষ থেকে তাঁর জন্মদিনে কেক কেটে ও ফুল দিয়ে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সেই সাথে 'সূর্যের হাসি ক্লিনিক' পরিবারের পক্ষ থেকে তাঁর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
ঘরে বসে বিজ্ঞাপন দিন
শ্রেণিভূক্ত বিজ্ঞাপন যেমন- নিয়োগ, আবশ্যক, ক্রয়-বিক্রয়, পাত্র-পাত্রী, ভাড়া, হারানো বিজ্ঞপ্তি, শুভেচ্ছা, জন্মদিন, কৃতি শিক্ষার্থী, টিউটর দিচ্ছি/নিচ্ছি, এফিডেভিট, বিবিধ বিজ্ঞাপনসহ যেকোন বিজ্ঞাপন প্রদানের জন্য যোগাযোগ করুন- ০১৮৪০ ৮৬২৯০১ অথবা ই-মেইল করুন- talashtv247@gmail.com এ ঠিকানায়। মূল পত্রিকা ছাড়াও আপনার পাঠানো বিজ্ঞাপন দেখতে বিশ্বের যেকোন প্রান্ত থেকে ভিজিট করুন- www.talashtv24.com
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com