২১/১১/২০২৪ ইং
Home / অন্যান্য / অপরাধ / চট্টগ্রাম ওয়াসার এমডির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তে দুদক

চট্টগ্রাম ওয়াসার এমডির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তে দুদক

চট্টগ্রাম ওয়াসার এমডির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তে দুদক

প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ই নভেম্বর ২০২১ খ্রিস্টাব্দ

নিউজ ডেস্ক | চট্টগ্রাম | তালাশটিভি টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী একেএম. ফজলুল্লাহ ও তার পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চট্টগ্রাম ওয়াসার এমডির বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বজনপোষণের অভিযোগের যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে করা একটি রিট আবেদনের শুনানির সময় দুদকের আইনজীবী মো: নওশের আলী মোল্লা হাইকোর্টকে এ তথ্য জানান।

এ তথ্য জানার পর বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো: মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আবেদনকারীর আইনজীবীকে আবেদনের ওপর পূর্বের জারি করা রুলের শুনানির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন। নওশের আলী মোল্লা গণমাধ্যমকে জানান, রিট আবেদনকারীর আইনজীবী মো: একরাম উদ্দিন খান চৌধুরী এখন এই রুলের উত্তরদাতাদের শুনানির জন্য নোটিশ দিবেন।

একই পিটিশনের পরিপ্রেক্ষিতে এ বছরের ১১ই ফেব্রুয়ারি হাইকোর্ট দুদককে চট্টগ্রাম ওয়াসার এমডি ফজলুল্লাহর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বজনপোষণের অভিযোগ তদন্তের নির্দেশ দেন। ফজলুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিষ্ক্রিয়তার কারণ জানতে চেয়ে একটি রুলও জারি করেছেন আদালত। আগামী ৪ সপ্তাহের মধ্যে সরকার ও দুদককে তার কারণ দর্শাতে বলা হয়েছে। চট্টগ্রাম ওয়াসার গ্রাহক মো: হাসান আলী গত ২০শে সেপ্টেম্বর হাইকোর্টে রিট আবেদনটি করেন।

তিনি বলেন, এর আগে গত ৭ই সেপ্টেম্বর দুদকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে একেএম. ফজলুল্লাহর দুর্নীতি, অনিয়ম ও স্বজনপোষণের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আবেদন জমা দিয়েছিলেন। কিন্তু দুদক কোনো ব্যবস্থা নেয়নি। ফজলুল্লাহ আউটসোর্সিংয়ের নামে তার কার্যালয়ে জনবল নিয়োগ দিয়ে দুর্নীতি, স্বজনপোষণ ও অনিয়ম করছেন।

জানা গেছে, ফজলুল্লাহ ৩টি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছেন, যার প্রতিটির সঙ্গে তার মেয়ে সুমাইয়ান বিনতে ফজলুল্লাহ জড়িত। তার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বজনপোষণের মাধ্যমে লাভবান হওয়ার অভিযোগ আছে। তিনি বলেন, বিভিন্ন সংবাদপত্র এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

ঘরে বসেই বিজ্ঞাপন দিন
শ্রেণীভুক্ত বিজ্ঞাপন, আবশ্যক, বাড়ি ভাড়া, হারিয়েছে, পুনর্মিলনী, চিকিৎসা সম্পর্কিত, স্থান ও নাম পরিবর্তন, সার্টিফিকেট ও কাগজপত্র হারানো, হারানো বিজ্ঞপ্তি, জীবন বাঁচানোর জন্য রক্ত চাই/দান, চাকরি চাই, ক্রয়-বিক্রয়, পাত্র-পাত্রী ও বিবাহ, টিউশনির
বিজ্ঞাপনসহ যেকোন বিজ্ঞাপন প্রদানের জন্য যোগাযোগ করুন- 01970 862901 অথবা ই-মেইল করুন- talashtv247@gmail.com এ ঠিকানায়। আর মূল পত্রিকা ছাড়াও আপনার পাঠানো বিজ্ঞাপন দেখতে বিশ্বের যেকোন প্রান্ত থেকে ভিজিট করুন- www.talashtv24.com

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

নরমাল ডেলিভারিতে একসঙ্গে ৩ নবজাতকের জন্ম

🕒 চট্টগ্রাম ☰ বৃহস্পতিবার ৭ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ ✒️বিশেষ প্রতিনিধি (লোহাগাড়া) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *