জামালখানে কাউন্সিলরের নিরবে ফুটপাত বাণিজ্য
প্রকাশিত: শুক্রবার, ১২ই নভেম্বর ২০২১ খ্রিস্টাব্দ
নিউজ ডেস্ক | চট্টগ্রাম | তালাশটিভি টোয়েন্টিফোর ডটকম
বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রাম নগরীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আশকারায় ফুটপাত দখল করে দোকানপাট বাণিজ্যিক স্থাপনা তৈরি করে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগ রয়েছে অনেক আগে থেকেই। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের যোগসাজশে গড়ে তোলা হয় এসব স্থাপনা। নগরীর জামালখানে ফুটপাতের ওপরেই নির্মিত হয়েছে বেশকিছু দোকান। এসব দোকান তৈরি করা হয় যাত্রী ছাউনির নামে বরাদ্দ দেওয়া জায়গায়। শুধু তাই নয়, জামালখান মোড়ের পশ্চিম পাশে নালা ও ফুটপাতের ওপর স্লাব বসিয়ে তার ওপর তৈরি করা হয়েছে অ্যাকুয়ারিয়াম ও দোকান।
জানা গেছে, জামালখান মোড়ের দোকানগুলোর বিনিময়ে বড় অংকের টাকা পরিশোধ করেছে লিজ গ্রহীতারা। কিন্তু সেই টাকার খুব অল্পই সিটি করপোরেশনের ফান্ডে গেছে। অভিযোগ রয়েছে, বাকি টাকা ঢুকেছে কাউন্সিলর ও কর্পোরেশনের কয়েকজন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অসাধু ব্যক্তিদের পকেটে। কাউন্সিলর শৈবাল দাশ সুমনের যোগসাজশে নালার ওপর দোকানগুলো চুক্তিভিত্তিক লিজ নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জামালখানের ফুটপাতে একুরিয়াম বসাতেই শুভাশীষ পোদ্দার নামে এক ব্যবসায়ীর বিভিন্ন খাতে খরচ হয়েছে প্রায় ২০ লাখ টাকা।
ঘরে বসেই বিজ্ঞাপন দিন
শ্রেণীভুক্ত বিজ্ঞাপন, আবশ্যক, বাড়ি ভাড়া, হারিয়েছে, পুনর্মিলনী, চিকিৎসা সম্পর্কিত, স্থান ও নাম পরিবর্তন, সার্টিফিকেট ও কাগজপত্র হারানো, হারানো বিজ্ঞপ্তি, জীবন বাঁচানোর জন্য রক্ত চাই/দান, চাকরি চাই, ক্রয়-বিক্রয়, পাত্র-পাত্রী ও বিবাহ, টিউশনির
বিজ্ঞাপনসহ যেকোন বিজ্ঞাপন প্রদানের জন্য যোগাযোগ করুন- 01970 862901 অথবা ই-মেইল করুন- talashtv247@gmail.com এ ঠিকানায়। আর মূল পত্রিকা ছাড়াও আপনার পাঠানো বিজ্ঞাপন দেখতে বিশ্বের যেকোন প্রান্ত থেকে ভিজিট করুন- www.talashtv24.com
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com