আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী’র ফাইল ছিনতাই
প্রকাশিত: মঙ্গলবার, ৯ই নভেম্বর ২০২১ খ্রিস্টাব্দ
নিউজ ডেস্ক । ফরিদপুর । তালাশটিভি টোয়েন্টিফোর ডটকম
সুমন বিশ্বাস (ফরিদপুর প্রতিনিধি):
ফরিদপুরে বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় এক মনোনয়ন প্রত্যাশীর ফাইল ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ফাইল ছিনতাইয়ের অভিযোগকারী গত ২৯শে অক্টোবর রাতেই উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক বরাবর অভিযোগ করেছেন। শুক্রবার সন্ধ্যার ঐ ঘঠনাকে কেন্দ্র করে ৩০শে অক্টোবর সকালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে অভিযোগকারীসহ ৫ জনকে থানা হেফাজতে নেয়া হয়।
অভিযোগ এবং স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলা দাদপুর ইউনিয়ন আওয়ামীলীগ গত ২৯শে অক্টোবর রাঙ্গামুলাকান্দি হাজী আব্দুল্লাহ একাডেমীর হল রুমে আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষ্যে বর্ধিত সভার আয়োজন করে। দাদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ সাজ্জাদুর রহমান হাই আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হারুন অর রশিদ ও চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী।
শুক্রবার সন্ধ্যায় চলমান বর্ধিত সভার এক পর্যায়ে হারুন অর রশিদের নের্তৃত্বে এক দল লোক সাজ্জাদুর রহমান হাই এর ফাইল ছিনিয়ে নেয়। পরে হট্টগোলের মধ্যেই সভা বানচাল হয়ে যায়। সকাল সারে ১০ টায় সাজ্জাদুর রহমান হাই এর ছেলে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মঞ্জুর হোসেন তুষার দাদপুর ইউনিয়নের চিতারবাজারে একটি চায়ের দোকানে বসেছিলেন।
এ সময় অপর মনোনয়ন প্রত্যাশী হারুন অর রশিদের শ্যালক ইউনিয়ন যুবলীগের সভাপতি বাবলু, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মিনার, শাজাহান পেয়াদাসহ ৫/৬ জন তুষারকে শারীরিকভাবে লাঞ্চিত করেন। এ ঘঠনাকে কেন্দ্র করে এলাকার মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে উভয় পক্ষের ৫ জনকে থানা হেফাজতে নেন। আটককৃতরা হলো মনোয়ন প্রত্যাশী শেখ সাজ্জাদুর রহমান হাই, হারুন অর রশিদ, হারুন চৌকিদার, এরশাদ সেক, ওবায়দুর সেক এবং শাজাহান।
ঘরে বসেই বিজ্ঞাপন দিন
শ্রেণীভুক্ত বিজ্ঞাপন, আবশ্যক, বাড়ি ভাড়া, হারিয়েছে, পুনর্মিলনী, চিকিৎসা সম্পর্কিত, স্থান ও নাম পরিবর্তন, সার্টিফিকেট ও কাগজপত্র হারানো, হারানো বিজ্ঞপ্তি, জীবন বাঁচানোর জন্য রক্ত চাই/দান, চাকরি চাই, ক্রয়-বিক্রয়, পাত্র-পাত্রী ও বিবাহ, টিউশনির
বিজ্ঞাপনসহ যেকোন বিজ্ঞাপন প্রদানের জন্য যোগাযোগ করুন- 01970 862901 অথবা ই-মেইল করুন- talashtv247@gmail.com এ ঠিকানায়। আর মূল পত্রিকা ছাড়াও আপনার পাঠানো বিজ্ঞাপন দেখতে বিশ্বের যেকোন প্রান্ত থেকে ভিজিট করুন- www.talashtv24.com