চবি-৮২ ব্যাচের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) ও দো’য়া মাহফিল সম্পন্ন
প্রকাশিত: শুক্রবার, ২৯শে অক্টোবর ২০২১ খ্রিস্টাব্দ
নিউজ ডেস্ক । চট্টগ্রাম । তালাশটিভি টোয়েন্টিফোর ডটকম
নিজস্ব প্রতিবেদক :
অদ্য ২৯শে অক্টোবর (শুক্রবার) চট্টগ্রাম নুর আহমদ সড়কস্থ ‘মেট্রোপোল ক্লাব’-এ সন্ধ্যা ৬টায় ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি-৮২’র উদ্যোগে প্রয়াত সকল সতীর্থ ও পরিবারের সদস্যবৃন্দের রুহের মাগফিরাত কামনায় ‘পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) ও দো’য়া মাহফিল’র আয়োজন করা হয়। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দিন ফারুক।
তাছাড়াও মাহফিলে আলোচনায় অংশ গ্রহণ করেন ৮২-ব্যাচের সদস্য অধ্যক্ষ নাছির উদ্দিন, ওয়াসার সাবেক ডিএমডি গোলাম হোসেন, সোনালী ব্যাংকের সাবেক ডিএমডি আ.আ.ম. শাহজাহান, চকরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ গিয়াসুদ্দিন, চট্টগ্রাম বারের সভাপতি এডভোকেট এনামুল হক, অধ্যাপক মোস্তফা শামীম আল যুবায়ের, মাহফুজুল হক চৌধুরী, এডভোকেট মো: নুরুল ইসলাম এবং ৮২-ব্যাচের সদস্য সচিব সুরজিৎ বড়ুয়া।
উক্তো অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাবেক প্রতিষ্ঠাতা সেক্রেটারি এস.এম. জাকির হোসেন এবং সভাপতিত্ব করেন মাহফিল আয়োজন কমিটির আহ্বায়ক নেয়াজ আহমদ চৌধুরী। উক্তো মাহফিলে ৮২-ব্যাচের শতাধিক সদস্য-সদস্যাবৃন্দ স্ব-পরিবারে অংশগ্রহণ করেন। ফলে অনুষ্ঠান শেষে ৮২-ব্যাচের এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়। মাহফিলে অনেক প্রবাসী বন্ধু এবং কক্সবাজার ৮২-ব্যাচের আহ্বায়ক কমিটির অনেক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মাহফিল শেষে মতবিনিময় বৈঠকে কক্সবাজার ৮২-ব্যাচের আহ্বায়ক অধ্যক্ষ গিয়াসুদ্দিন আগামী জানুয়ারী-২২ এর মধ্যে চবি-৮২ ব্যাচের দেশ-বিদেশে অবস্থানরত সকল ভাই-বোনদেরকে নিয়ে চট্টগ্রামে একটি মিলনমেলার প্রস্তাব দেন। উক্ত প্রস্তাব সবাই সমর্থন করেন। উপস্থিত অনেকে এই মিলনমেলাটি বিশ্বের অন্যতম সমুদ্র সৈকত কক্সবাজারে আয়োজন করার প্রস্তাব দেন। অধ্যক্ষ গিয়াসুদ্দিন উক্ত প্রস্তাব সমর্থন করে বলেন তা কক্সবাজার করলে তিনি সার্বিক সহযোগিতা করবে বলে আশ্বাস দেন। ফলে তাকে সবাই ধন্যবাদ জানাই।
উল্লেখ্য যে, মাহফিলের আলোচনা শেষে মহান আল্লাহ তা’য়ালার দরবারে চবি-৮২ ব্যাচের প্রয়াত সকল সতীর্থ ও তাদের পরিবারবর্গের সদস্যদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি ড. ফরিদ উদ্দিন ফারুক।
ঘরে বসে বিজ্ঞাপন দিন
শ্রেণিভূক্ত বিজ্ঞাপন যেমন- নিয়োগ, আবশ্যক, ক্রয়-বিক্রয়, পাত্র-পাত্রী, ভাড়া, হারানো বিজ্ঞপ্তি, শুভেচ্ছা, জন্মদিন, কৃতি শিক্ষার্থী, টিউটর দিচ্ছি/নিচ্ছি, এফিডেভিট, বিবিধ বিজ্ঞাপনসহ যেকোন বিজ্ঞাপন প্রদানের জন্য যোগাযোগ করুন- ০১৮৪০ ৮৬২৯০১ অথবা ই-মেইল করুন- talashtv247@gmail.com এ ঠিকানায়। মূল পত্রিকা ছাড়াও আপনার পাঠানো বিজ্ঞাপন দেখতে বিশ্বের যেকোন প্রান্ত থেকে ভিজিট করুন- www.talashtv24.com