কাদিরদী গ্রাজুয়েট ফোরাম কর্তৃক ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন
প্রকাশিত: শুক্রবার, ১৭ই সেপ্টেম্বর ২০২১ খ্রিস্টাব্দ
সুমন বিশ্বাস (ফরিদপুর প্রতিনিধি):
তালাশটিভি টোয়েন্টিফোর ডটকম
স্পোর্টস ডেস্ক :
অদ্য শুক্রবার (১৭ই সেপ্টেম্বর) ফরিদপুর কাদিরদী গ্রাজুয়েট ফোরাম'র সার্বিক তত্ত্বাবধানে কাদিরদী স্পোর্টিং ক্লাব'র পরিচালনায় কাদিরদী উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল সাড়ে ৩টায় এসএসসি ব্যাচভিত্তিক ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্তো ফুটবল খেলায় এসএসসি ২০১৮ ব্যাচ ১-০ গোলে ২০১৪ ব্যাচকে পরাজিত করে।
উক্ত ফুটবল খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাদিরদী কলেজের অধ্যক্ষ জনাব মোঃ নুরুজ্জামান মোল্যা, কাদিরদী গ্রাজুয়েট ফোরাম'র সভাপতি জনাব ফরিদ হোসাইন, সাধারণ সম্পাদক জনাব মোঃ জাহাঙ্গীর আলম এবং সহ-সভাপতি জনাব মোঃ আনিসুজ্জামানসহ কাদিরদী গ্রাজুয়েট ফোরাম'র অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বে-গ্রীন এগ্রো ইন্ডাঃ লিমিটেড-এর চেয়ারম্যান জনাব একেএম আহসান হাবিব, ইউরোটেক ফুড এন্ড বেভারেজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুস সাত্তার হোসাইন, ইউরোটেক ফুড এন্ড বেভারেজ লিমিটেড-এর পরিচালক জনাব মোঃ ইলিয়াস মিয়া এবং মধুখালি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব রেজাউল হক বকু।
কাদিরদী গ্রাজুয়েট ফোরাম'র সভাপতি বলেন- এলাকার যুবকদের মাদকমুক্ত করার লক্ষ্যে কাদিরদী গ্রাজুয়েট ফোরাম সর্বদা কাজ করে যাবে। এছাড়া এই ফোরাম এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ ইতিমধ্যে করেছে আগামীতেও এটা চলমান থাকবে। এভাবে বিভিন্ন খেলাধুলার মাধ্যমে এলাকার যুব-সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করবে কাদিরদী গ্রাজুয়েট ফোরাম।
এছাড়াও আমন্ত্রিত অতিথিবৃন্দ উক্তো ফুটবল খেলার অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। খেলা শেষে চ্যাম্পিয়ান দল ও রানার আপ দলের হাতে ট্রফি তোলে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com