পদ্মায় শিক্ষকদলসহ ট্রলারডুবি, নিখোঁজ একাধিক!
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬শে আগস্ট ২০২১ খ্রিস্টাব্দ
নিজস্ব প্রতিবেদক, তালাশটিভি টোয়েন্টিফোর ডটকম
অদ্য বুধবার (২৫শে আগষ্ট-২১) ফরিদপুরে পদ্মা নদীতে ভ্রমণে যাওয়া একদল শিক্ষকের ট্রলার ডুবে দুই জন নিখোঁজ হয়েছেন। বুধবার সন্ধ্যায় সদরের সিএন্ডবি ঘাট (নৌ বন্দর) সংলগ্ন নর্থ চ্যানেল ইউনিয়ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফরিদপুর ফায়ার সার্ভিস তাদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে।
ফরিদপুর সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মনিরুল ইসলাম জানান, তার স্কুলের ইংরেজি শিক্ষক রেজাউল করিমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৬ শিক্ষকের একটি দল বিকালে পদ্মা নদীতে ভ্রমণে যায়। ফেরার পথে প্রচণ্ড স্রোতের কারণে তাদের ট্রলারটি ডুবে যয়। সারদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আজমল হোসেন ও ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলমগীর হোসেন নিখোঁজ রয়েছেন।
বাকিরা কূলে উঠে এসেছেন বলে জানান শিক্ষক মনিরুল। নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাকুজ্জামান বলেন, স্থানীয়দের সঙ্গে নিয়ে ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধার কাজে সমস্যা সৃষ্টি হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com