শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আহ্বান!
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬শে আগস্ট ২০২১ খ্রিস্টাব্দ
নিজস্ব প্রতিবেদক, তালাশটিভি টোয়েন্টিফোর ডটকম
★ বই মনের চোখ খুলে দেয়। বই পড়ি জ্ঞানী হই। সনদধারী উচ্চশিক্ষিত লোকের চেয়ে জ্ঞানী মানুষ অনেক বেশী সম্মানিত।
★ শিক্ষকতা শুধু অর্থোপার্জনের জন্য নয়। শিক্ষার্থীদের জ্ঞানী হিসাবে গড়ে তোলাই এর প্রধান উদ্দেশ্য।
★ কার কত বেশী সার্টিফিকেট আছে বা নেই, এর চেয়েও বড় প্রশ্ন কে কতটা জ্ঞানী।
★ এখন তুমি কলি, ফুল হয়ে ফুটবে একদিন। ফোটার আগে যেন ঝরে না পর, এজন্য নিজেকে তৈরী কর শক্তভাবে। ফেসবুক, গল্প-আড্ডায় সময় নষ্ট করে নয়। ভবিষ্যতে আয়-রোজগারের চিন্তায় হতাশ হয়ে নয়, বরং নিজেকে তৈরী কর পড়াশুনার মাধ্যমে। যদি হতে পার জ্ঞানী তাহলে তুমিই হবে বাগিচার সেরা ফুল।
=> প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ
(আহসান সাইয়েদ)
উপাচার্য
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com