হৃদরোগের লক্ষণ যেভাবে বুঝা যায়
প্রকাশিত: শুক্রবার, ১৩ই আগস্ট ২০২১ খ্রিস্টাব্দ
নিউজ ডেস্ক, তালাশটিভি টোয়েন্টিফোর ডটকম
লাইফস্টাইল ডেস্ক :
যাদের উচ্চ রক্তচাপ বা স্থুলতার সমস্যা রয়েছে তাদের অন্যদের তুলনায় হৃদরোগের ঝুঁকি বেশি থাকে। হার্ট অ্যাটাক যে কোনো বয়সে, যে কোনো সময়ে হতে পারে। অনেকের ধারণা, পুরুষদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের প্রবণতা বেশি এবং নারীদের ক্ষেত্রে কম। কিন্তু না, নারীদের ক্ষেত্রেও ঝুঁকি রয়েছে।
যে ধরনের জটিলতা থাকলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যেতে পারে :
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর অথবা খবরের পিছনের খবর সরাসরি 'তালাশটিভি টোয়েন্টিফোর ডটকম' কে জানাতে ই-মেইল করুন-
talashtv247@gmail.com এই ঠিকানায়। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে তা প্রকাশ করা হবে।
১. শ্বাস-প্রশ্বাসে কষ্ট হলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে। শ্বাস নিতে কষ্ট হলে দ্রুত চিকিৎসকের সংগে পরামর্শ করুন। হৃদযন্ত্রের কোনো সমস্যা হলে ফুসফুসও অক্সিজেন কম পায়।
২. কোনো কারণ ছাড়াই যদি শরীর ঘেমে যায় বা অল্পতেই হাপিয়ে যাচ্ছেন তাহলে বুঝতে হবে সমস্যা আছে। শরীরে রক্ত চলাচল ঠিকমত না হলে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ভালোভাবে অক্সিজেন পায় না।
৩. মাঝ রাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়া এবং অকারণে ঘেমে যাওয়া। বুকে ব্যথা বা চাপ লাগার অনুভূতি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
৪. নারীদের ক্ষেত্রে কিছু আলাদা লক্ষণ রয়েছে। যেমন- বুকে ব্যথা, ঘেমে যাওয়া, শ্বাস নিতে কষ্ট হওয়া এবং পেটে বা পিঠে ব্যথার মতো কিছু লক্ষণ থাকতে পারে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com