ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকা নিবন্ধনের নির্দেশ
নিউজ ডেস্ক, তালাশটিভি টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: মঙ্গলবার, ২০শে জুলাই ২০২১ খ্রিস্টাব্দ
করোনায় স্বাস্থ্যঝুঁকি এড়াতে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ফাজিল ও কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের টিকা গ্রহণের জন্য নিবন্ধনের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। আগামী ২০শে জুলাইয়ের মধ্যে শিক্ষার্থীদের নির্দিষ্ট ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) মো: জাকির হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেয়া হয়।
কর্তৃপক্ষের নির্দেশনায় বলা হয়েছে, বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর সংক্রমণরোধ ও স্বাস্থ্যঝুঁকি এড়াতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল মাদরাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা গ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্যাবলী সংগ্রহের নিমিত্ত বর্ণিত লিংক http://vaccine.iau.edu.bd/reg এ প্রদত্ত ছক পূরণ করে আগামী ২০শে জুলাই মধ্যে জমা দিতে হবে।
এতে বলা হয়, এমতাবস্থায় বিষয়টি জাতীয় জনগুরুত্বপূর্ণ ও জনস্বাস্থ্য সম্পর্কিত জরুরী বিবেচনায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল মাদ্রাসার অধ্যক্ষ/ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্ব-স্ব মাদ্রাসার শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা গ্রহণের লক্ষ্যে প্রদত্ত ছক শিক্ষার্থী/মাদ্রাসার কর্তৃপক্ষ কর্তৃক পূরণ নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com