২৩/০২/২০২৫ ইং
Home / জাতীয় / স্কুল-কলেজ কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস কেন নয়: হাইকোর্ট

স্কুল-কলেজ কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস কেন নয়: হাইকোর্ট

স্কুল-কলেজ কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস কেন নয়: হাইকোর্ট

নিউজ ডেস্ক, তালাশটিভি টোয়েন্টিফোর ডটকম

প্রকাশিত: শুক্রবার, ১৬ই জুলাই ২০২১ খ্রিস্টাব্দ

দেশের বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা ন্যূনতম ডিগ্রি পাস কেন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১৫ই জুলাই) এ বিষয়ে করা এক আবেদনের শুনানি করে বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতের আদেশের বিষয়টি গণমাধ্যমকে জানান রিটকারী আইনজীবী।

শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে রিটে। ২০২০ সালের ৪ই নভেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দাখিল করা হয়। রিটে বলা হয়েছে, ২০১৯ খ্রিষ্টাব্দে ৬ই সেপ্টেম্বর দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ছাড়া প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নয় বলে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রাথমিক বিদ্যালয়ে এই বিধান চালু হলো।

তাহলে কেন সরকারি ও বেসকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হবে না। উল্লেখ্য, স্নাতক (পাস) ও অনার্স-মাস্টার্স কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হবার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পাস নির্ধারণ করা আছে। অন্যদিকে, হাইকোর্টের রায়ে গ্রাজুয়েট ব্যক্তি ছাড়া (ডিগ্রি পাসের নিচে নয়) ফাজিল (স্নাতক) মাদরাসার গভর্নিং বডির সভাপতি হতে পারবে না।

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী

🕒 জাতীয় ☰ বৃহস্পতিবার ৩০ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ ✒️বিশেষ প্রতিনিধি (ঢাকা) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *