২১/১২/২০২৪ ইং
Home / তালাশটিভি২৪ / পদ্মা সেতু হওয়ায় প্রধানমন্ত্রীকে কোরবানির গরু উপহার!

পদ্মা সেতু হওয়ায় প্রধানমন্ত্রীকে কোরবানির গরু উপহার!

পদ্মা সেতু হওয়ায় প্রধানমন্ত্রীকে গরু উপহার!

নিউজ ডেস্ক, তালাশটিভি টোয়েন্টিফোর ডটকম

প্রকাশিত: শুক্রবার, ১৬ই জুলাই ২০২১ খ্রিস্টাব্দ

নিজের পোষা একটি ষাঁড় গরু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোরবানির জন্য উপহার দিতে চান যশোরের ঝিকরগাছা উপজেলার সাইফুর রহমান সাইফ নামের এক যুবক। এ বিষয়ে বৃহস্পতিবার (১৫ই জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সহযোগিতা চেয়ে একটি লিখিত আবেদন করেছেন তিনি। সাইফ উপজেলার গদখালী ইউনিয়নের বোধখানা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত শহিদুল ইসলামের ছেলে। তার পোষা গরুটির ওজন প্রায় ১৫ মণ। বয়স তিন বছর।

সাইফ বলেন, ‘পদ্মা সেতু হওয়ায় আমার বাড়ির পোষা তিন বছরের একটি ষাঁড় গরু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোরবানির জন্য উপহার দিতে চাই। এজন্য আমি ইউএনও বরাবর একটি লিখিত আবেদনও করেছি। ২০১৭ সালে আমি তখন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার চৌধুুরী বাড়ির বউ বাজারে থাকতাম। হঠাৎ আমার গ্রামের বাড়িতে যাওয়ার প্রয়োজন হয়। মাওয়া ঘাটে গেলে ঘাট কর্তৃপক্ষ আমার কাছ থেকে টিকিটের মূল্য ছাড়াও অতিরিক্ত অর্থ আদায় করেন।

আমি তখন বলেছিলাম, পদ্মা সেতু হলে আর বেশি টাকা নিতে পারবেন না। এ কথা শুনে তারা আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেন। তখন আমি মনে মনে নিয়ত করি, পদ্মা সেতু তৈরি হয়ে গেলে কোরবানির জন্য একটি ষাঁড় গরু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেব। এজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এসেছি। স্যারের সহযোগিতা নিয়ে আমি আমার ষাঁড় গরুটি প্রধানমন্ত্রীর জন্য পাঠাতে চাই।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মাহবুবুল হক বলেন, ‘বর্তমানে করোনা মহামারি পরিস্থিতিতে আমরা অনেক আনন্দ উৎসব যথাযথভাবে পালন করতে পারছি না। তবে পদ্মা সেতু আমাদের আবেগকে তাড়িত করে এবং প্রধানমন্ত্রীর প্রতি সবসময়ই আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও শ্রদ্ধাবোধ রয়েছে। দলমত নির্বিশেষে ১৭ কোটি বাঙালির প্রাণে প্রধানমন্ত্রীর জন্য এই ভালোবাসা ও শ্রদ্ধা আছে।’

তিনি বলেন, ‘আমার কর্মস্থল এলাকার ছেলে সাইফুর রহমান সাইফ এই ভালোবাসা ও শ্রদ্ধা থেকে পদ্মা সেতু হওয়ায় একটি ষাঁড় গরু প্রধানমন্ত্রীকে উপহার দেয়ার জন্য আবেদন করেছেন। আবেদনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেয়া হবে। এ বিষয়ে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমি আশাবাদী।’

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

চবিতে শুরু হচ্ছে ডোপ টেস্ট, পজিটিভ হলে সিট বাতিল

🕒 অপরাধ ☰ বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ ✒️নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *