ভয়াবহ অগ্নিকান্ডে কাদিরদী বাজার পুড়ে ছাই!
সুমন বিশ্বাস (ফরিদপুর প্রতিনিধি) :
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ই জুলাই ২০২১ খ্রিস্টাব্দ
ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে বাজারে ৭-৮ টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। রাত আনুমানিক ৯ টার দিকে এই দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে মোশারফ হোসেনের লাইব্রেরীর দোকানে অগ্নিকান্ড শুরু হয় তারপর আস্তে আস্তে বাকী সব দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এলাকার লোকজন আগুন নিভাতে চেষ্টা করে এবং বোয়ালমারী ও মধুখালি ফায়ার সার্ভিসকে ফোন দেয়।
বোয়ালমারী ফায়ার সার্ভিস ৩০-৪০ মিনিট পরে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে সাত থেকে ৮টি দোকান সম্পূর্ণ ভাবে পুড়ে যায়। এতে ব্যাপক আর্থিক ক্ষতি হয়। বাজারে আকরামুল আলম টনির গুদাম ঘর সহ বাড়ি সম্পূর্ণভাবে পুড়ে যায় এতে তার ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। বোয়ালমারী উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ দূর্ঘটনার জন্য শোক প্রকাশ করেছেন। যাদের ক্ষতি হয়েছে তাদের সাথে কথা বলেছেন এবং তাদেরকে স্বান্তনা দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com