ফরিদপুরে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ১৫১, মৃত্যু ৯!
সুমন বিশ্বাস (ফরিদপুর প্রতিনিধি) :
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ই জুলাই ২০২১ খ্রিস্টাব্দ
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৩২৩ জনের নমুনা পরীক্ষা করে ১৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্তের সংখ্যা ১৪ হাজার ৭৫২ জনে দাঁড়িয়েছে। এ সময় করোনায় দুই এবং উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। সোমবার (১২ই জুলাই) দুপুর ১২টার দিকে জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা তানসিভ জুবায়ের বলেন, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে নতুন যে ১৫১ জনের করোনা শনাক্ত হয়েছে তার মধ্যে আলফাডাঙ্গায় ১, ভাঙ্গায় ৪, নগরকান্দায় ১৭, মধুখালীতে ৪, সদরপুরে ৩, চরভদ্রাসনে ৬, সালথায় ৩ এবং ফরিদপুর সদরে ১১৩ জন রয়েছেন।
ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, সোমবার পর্যন্ত হাসপাতালে ৩৯৫ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী আছেন ২৭৯ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১১৫ জন।