নিউজ ডেস্ক, তালাশটিভি টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: সোমবার, ১২ই জুলাই ২০২১ খ্রিস্টাব্দ
আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে দেশে চলমান কঠোর লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শ্রমজীবী মানুষের জীবিকার কথা মাথায় রেখে বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিংমল খুলবে। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে এক আসন ফাঁকা রেখে চলবে সব গণপরিবহন।
কোরবানি ঈদকে সামনে রেখে মানুষের চলাচল ও পশুরহাটে কেনাবেচার বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসলেও বসবে কোরবানির পশুর হাট। সোমবার (১২ই জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
আগামী ১৫ থেকে ২৩শে জুলাই পর্যন্ত লকডাউন শিথিল থাকবে। খুব শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে এ সময়ে সরকারি অফিস ভার্চুয়ালি খোলা থাকলেও বন্ধ থাকবে বেসরকারি অফিস।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com