বোয়ালমারীতে কান্ড-জ্ঞানহীন ডাক্তার!
প্রকাশিত: বুধবার, ৩০শে জুন ২০২১ খ্রিস্টাব্দ
সুমন বিশ্বাস (ফরিদপুর প্রতিনিধি) :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ শরিফুল ইসলাম নামে এক আবাসিক ডাক্তার করোনা পজিটিভ হয়ে বিষয়টি গোপন রেখে নিয়মিত রোগী দেখছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি ব্যবস্থাপত্রে রোগী দেখার তারিখ উল্লেখ করছে না। তার বাড়ি বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নে। এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খালেদ বিষয়টা সম্পর্কে অবগত আছেন বলে জানান। তিনি বলেন, ডাঃ শরিফুল ইসলাম রোগী দেখার বিষয়টা অস্বীকার করেছেন। স্থানীয় অনেকেই ডাঃ শরিফুল ইসলামের এমন কান্ড-জ্ঞানহীনতা দেখে বিশ্বয় প্রকাশ করেছেন।
ডাঃ শরিফুল ইসলাম 'তালাশটিভি টোওয়ান্টি-ফোর ডটকম'কে বলেন, 'আমি গত ২৬ তারিখে করোনা পজিটিভ বলে জানতে পারি। ২৬ তারিখের পরে আমি আর কোনো রোগী দেখি নাই। কয়েকজন রোগী আমার বাসায় এসে আমাকে অনেক অনুরোধ করে বলে তাদেরকে দেখার জন্য ;এমনি কি তারা বলে আমরা আমাদের সমস্যার কথা আপনাকে দুর থেকে বলি আপনি শুনে আমাদেরকে প্রেসক্রিপশন করে দেন। অনেক অনুরোধ করার পরে আমি প্রেসক্রিপশন করে দিই।'
তিনি আরো বলেন, 'আমার শারিরিক অবস্থা খুবই খারাপ, আমার প্রচন্ড জ্বর এবং শ্বাসকষ্টে প্রচুর সমস্যা হচ্ছে কেউ তো খোজ নিচ্ছেই না এমন কি লোকজন আরো আমার নামে হয়রানীমূলক কথাবার্তা বলে বেড়াচ্ছে। আমার বাসার সবাই করোনা পজিটিভ, সবাইকে নিয়ে আমি খুব অশান্তিতে আছি। আমার বাসায় আজ ২দিন হল কিছুই রান্না হয় না। কাজের বুয়াকে কেউ নিষেধ করেছে আমার বাসায় না আসার জন্য। এভাবে সবাই যদি আমার সাথে এই ব্যবহার করে তাহলে আমি কিভাবে বাচব'। এবং আমাকে সমাজে খারাপ বানানোর জন্য কিছু অসাধু লোক এই গুঞ্জন রটাচ্ছে।'
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com