পিবিআই সদস্য ‘ইয়াবাসহ’ র্যাবের হাতে আটক!
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯শে জুন ২০২১ খ্রিস্টাব্দ
মোঃ হাসান মিয়া (স্টাফ রিপোর্টার) :
চট্টগ্রামে এক পুলিশ সদস্যকে ইয়াবাসহ গ্রেপ্তার করে কর্ণফুলী থানায় সোপার্দ করেছে র্যাব। শেখ মাসুদ রানা নামে এ পুলিশ সদস্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কক্সবাজার জেলায় সহকারী পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি কুমিল্লায়।
কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ গণমাধ্যমকে জানান, রবিবার রাতে ১১ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ এস.আই শেখ মাসুদ রানাকে থানায় সোপর্দ করে র্যাব। কক্সবাজার থেকে নিজে কার চালিয়ে চট্টগ্রামে আসার পথে আনোয়ারা ক্রসিং থেকে তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব।
এ ঘটনায় র্যাব-৭ এর ডিএডি মো: মনিরুজ্জামান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সোমবার (২৮শে জুন) মাসুদ রানাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি দুলাল মাহমুদ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com