অনন্য রেকর্ডে নাম লেখালেন মেসি!
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯শে জুন ২০২১ খ্রিস্টাব্দ
স্পোর্টস ডেস্ক :
আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। মঙ্গলবার (২৯শে জুন) বলিভিয়ার বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে জাতীয় দলের হয়ে ১৪৮তম ম্যাচ খেলে ফেলেন মেসি। হ্যাভিয়ের মাসচেরানো ১৪৭ ম্যাচে খেলে এতদিন শীর্ষে ছিলেন।
আর রেকর্ডের এই মঞ্চেই জ্বলে উঠলেন তিনি। জোড়া গোল করার পাশাপাশি আরও একটি গোলে অবদানও রেখেছেন মেসি। তার এই পারফরম্যান্সে কোপা আমেরিকার ম্যাচে আর্জেন্টিনা ‘৪-১’ গোলে বলিভিয়াকে উড়িয়ে দিয়েছে। সোমবার গ্রুপ পর্বের এ ম্যাচে মেসি ছাড়িয়ে যান হাভিয়ার মাশ্চেরানোকে। এদিন ১৪৮তম ম্যাচ খেললেন তিনি।
খেলার ৩৩তম মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন মেসি। পরে ৪২তম মিনিটে ওপেন প্লে থেকে নিজের জোড়া গোল পূরণ করেন। ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা।