ফরিদপুর ফলের বাগানের আড়ালে গাঁজার গাছ!
প্রকাশিত: সোমবার, ২৮শে জুন ২০২১ খ্রিস্টাব্দ
সুমন বিশ্বাস (ফরিদপুর প্রতিনিধি) :
ফরিদপুরে ফলের বাগানের মধ্যে গাঁজা গাছের সন্ধান পেয়েছে ডিবি পুলিশ। ফরিদপুর সদরের ভাটি কানাইপুর নামক এলাকায় একটি ফলের বাগানের মধ্যে এ গাঁজা গাছের সন্ধান পায়। এ ঘটনায় মো: শিপন মালিথা (৩৫) নামের এক ব্যাক্তিকে আটক করা হয়েছে। এছাড়াও এসময় ৫টি গাঁজার গাছ জব্দ করা হয়। রবিবার (২৭শে জুন) ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: তরিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, ফরিদপুরের ভাটিকানাইপুর নামক এলাকায় একটি ফলের বাগানের মধ্যে গাঁজা গাছের আবাদ করা হয়েছে। পরে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কর্মকারের নেতৃত্বে একটি টিম রবিবার (২৭শে জুন) বিকেলে ওই এলাকায় অভিযান চালায়। এসময় পাঁচটি গাঁজা গাছসহ শিপন মালিথা নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কুমার কর্মকার বলেন, একটি ফলের বাগানের মধ্যে রোপনকৃত ৫টি গাঁজার গাছ জব্দ করা হয়েছে। এসময় ওই বাগানের মালি শিপন মালিথা নামের এক ব্যাক্তিকে আটক করা হয়। এ সংক্রান্তে ফরিদপুরের কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬(১) সারণির ১৮ (ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং- ৯৮।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com