২২/০১/২০২৫ ইং
Home / আন্তর্জাতিক / মায়ামির সার্ফসাইড এলাকায় ১২তলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে শতাধিক লোক!

মায়ামির সার্ফসাইড এলাকায় ১২তলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে শতাধিক লোক!

মায়ামির সার্ফসাইড এলাকায় ১২তলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে শতাধিক লোক!

আন্তর্জাতিক সংবাদ:

প্রকাশিত: শনিবার, ২৬শে জুন ২০২১ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামির সার্ফসাইড এলাকায় ১২তলা একটি ভবন ধসে একজনের মৃত্যু হয়েছে। উদ্ধারকর্মীরা ৩৫ জনকে উদ্ধার করেছেন। এদের মধ্যে ১১ জন গুরুতর আহত। উদ্ধার কাজে প্রশিক্ষিত কুকুর এবং ড্রোন ব্যবহার করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৪শে জুন) ধসে যাওয়া ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনও শতাধিক লোক আটকা পড়ে আছে বলে ধারণা উদ্ধারকর্মীদের।

পুলিশ বলেছে, ওই ভবনটি নির্মাণ করা হয়েছিল ১৯৮০ সালে। এতে ১৩০টি ইউনিট ছিল। এই ধসের কারণে অর্ধেক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে।

সার্ফসাইডের অগ্নিনির্বাপণ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩৫ জনকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

ভর মৌসুমেও দেশে সারের মজুদ কম

🕒 জাতীয় ☰ সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ ✒️বিশেষ প্রতিনিধি (ঢাকা) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *