২২/০১/২০২৫ ইং
Home / অন্যান্য / রাষ্ট্রপতির সাথে নতুন সেনাপ্রধানের সাক্ষাৎ

রাষ্ট্রপতির সাথে নতুন সেনাপ্রধানের সাক্ষাৎ

রাষ্ট্রপতির সাথে নতুন সেনাপ্রধানের সাক্ষাৎ

প্রকাশিত: শুক্রবার, ২৫শে জুন ২০২১ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক:

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত করেছেন নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম শফিউদ্দিন আহমেদ। বঙ্গভবন প্রেস উইং জানায়, বৃহস্পতিবার (২৪শে জুন) সন্ধ্যায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি নবনিযুক্ত সেনাবাহিনী প্রধানকে অভিনন্দন জানান।

এ সময় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকার কথা তুলে ধরে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বলেন, ‘বিভিন্ন দুর্যোগসহ সংকটময় মুহূর্তে জাতির প্রয়োজনে সেনাবাহিনী সবসময় এগিয়ে এসেছে। রাষ্ট্রপতি জনগণের প্রয়োজনে সবসময় তাদের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান।’

তিনি আশা প্রকাশ করেন, ‘নতুন সেনাপ্রধানের পেশাদায়িত্ব ও নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী আগামীতে আধুনিক প্রযুক্তি জ্ঞান-সম্পন্ন আন্তর্জাতিক মানের বাহিনীতে পরিণত হবে এবং জাতির প্রয়োজনে অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি দায়িত্ব পালনে নতুন সেনাপ্রধানের সফলতা কামনা করেন।’

সাক্ষাৎকালে নতুন সেনাবাহিনী প্রধান দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস.এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো: জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

ভর মৌসুমেও দেশে সারের মজুদ কম

🕒 জাতীয় ☰ সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ ✒️বিশেষ প্রতিনিধি (ঢাকা) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *