২২/০১/২০২৫ ইং
Home / জাতীয় / ফরিদপুরে পুলিশের উদ্যোগে বিনা মূল্যে অক্সিজেন সেবা!

ফরিদপুরে পুলিশের উদ্যোগে বিনা মূল্যে অক্সিজেন সেবা!

ফরিদপুরে পুলিশের উদ্যোগে বিনা মূল্যে অক্সিজেন সেবা!

প্রকাশিত: শুক্রবার, ২৫শে জুন ২০২১ খ্রিস্টাব্দ

সুমন বিশ্বাস (ফরিদপুর প্রতিনিধি):

একটি পিকআপে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে ঘুরে বেড়াচ্ছে পুলিশের একটি দল, সঙ্গে আছেন একজন টেকনিশিয়ান। কোনো বাড়ি থেকে কল এলেই সে বাড়িতে অক্সিজেন নিয়ে ছুটে যাচ্ছে ভ্রাম্যমাণ এই অক্সিজেন ব্যাংক। মহামারির এই সময়ে মানুষের কাছে বিনা মূল্যে অক্সিজেন সেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগ নিয়েছে ফরিদপুর জেলা পুলিশ।

‘পাশে আছি আমরা’ এ আহ্বানকে সামনে রেখে ফরিদপুর জেলা পুলিশ গতকাল বৃহস্পতিবার (২৪শে জুন) থেকে ফরিদপুরে এই অক্সিজেন ব্যাংকের কার্যক্রম শুরু হয়েছে। ফরিদপুর পুলিশ লাইনসের রিজার্ভ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনের নেতৃত্বে সেবামূলক এ কাজে সহযোগিতা করছেন ফরিদপুর পুলিশ লাইনস হাসপাতালের মেডিকেল সহযোগী মো: শাহজাহান।

আনোয়ার হোসেন জানান, ‘উদ্বোধনের পর বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে অক্সিজেন সেবার জন্য প্রথম কলটি পান। কলটি আসে শহরের গুহলক্ষ্মীপুর ধোপাবাড়ি রোড এলাকা থেকে। কল পেয়ে ওই এলাকার বাসিন্দা এটিএম আবদুস সাত্তারের স্ত্রী তাহেরা বেগমকে (৬৫) শ্বাসকষ্টজনিত জটিলতা দূর করতে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হয়।’

ফরিদপুরের পুলিশ সুপার মো: আলিমুজ্জামান বলেন, ‘জেলায় করোনা পরিস্থিতির প্রতিনিয়ত অবনতি ঘটছে। এ অবস্থায় অক্সিজেনের চাহিদা অনেক বেড়ে গেছে। হাসপাতালে রোগীদের চিকিৎসার পাশাপাশি পুলিশের উদ্যোগে ভ্রাম্যমাণ অক্সিজেন ব্যাংক চালু করা হয়েছে। আমরা হাসপাতালের পাশাপাশি রোগীদের অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করতে চাই।’

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

ভর মৌসুমেও দেশে সারের মজুদ কম

🕒 জাতীয় ☰ সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ ✒️বিশেষ প্রতিনিধি (ঢাকা) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *