২২/০১/২০২৫ ইং
Home / জাতীয় / পবিত্র কোরআন ও হাদিস শরীফের বাণী

পবিত্র কোরআন ও হাদিস শরীফের বাণী

পবিত্র কোরআন ও হাদিস শরীফের বাণী

প্রকাশিত: শুক্রবার, ২৫শে জুন ২০২১ খ্রিস্টাব্দ

নিজস্ব ডেস্ক:

=> পবিত্র আল-কোরআন:

বিসমিল্লাহির রাহমানির রাহিম

=> হে মুমিনগণ! তোমরা যখন কোন বাহিনীর সাথে প্রত্যক্ষ মোকাবেলায় অবতীর্ণ হও তখন অবিচল থাকো এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, যাতে তোমরা সফলকাম হতে পারো।
=> তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের অনুগত হও এবং ঝগড়া করো না। যদি তোমরা নিজেদের মধ্যে ঝগড়া-বিবাদ করো তাহলে তোমরা কাপুরুষ হয়ে যাবে ও তোমাদের প্রভাব চলে যাবে। ধৈর্য ধারণ করো, আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন।
→(সূরা-আনফাল, মদীনায় অবতীর্ণ, আয়াত-৭৫, রুকূ-১০)

=> পবিত্র আল-হাদিস:

=> হযরত আবূ হুরায়রা (রা:) থেকে বর্ণিত, নবী করীম (সা:) বলেছেন: ‘দ্বীন সহজ, যে ব্যক্তি দ্বীনের ব্যাপারে বেশী কড়াকড়ি করে, তাকে দ্বীন অবশ্যই পরাজিত করে দেয়। কাজেই তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো এবং কাছাকাছি হও। আর হাসিমুখ নিয়ে থাকো। আর সকাল-বিকাল ও রাতের কিছু অংশ আল্লাহর নিকট (ইবাদাতের মাধ্যমে) সাহায্য প্রার্থনা করো।’→(বুখারী শরীফ-৩৯)

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

ভর মৌসুমেও দেশে সারের মজুদ কম

🕒 জাতীয় ☰ সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ ✒️বিশেষ প্রতিনিধি (ঢাকা) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *