২১/১১/২০২৪ ইং
Home / অন্যান্য / কারাবন্দী সকল সাংবাদিকের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছে ‘ডিইউজে’

কারাবন্দী সকল সাংবাদিকের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছে ‘ডিইউজে’

কারাবন্দী সকল সাংবাদিকের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছে ‘ডিইউজে’

প্রকাশিত: শুক্রবার, ২৫শে জুন ২০২১ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক:

বিএফইউজে’র সাবেক সভাপতি রুহুল আমিন গাজিসহ গ্রেপ্তারকৃত সকল সাংবাদিকদেরর মুক্তি, প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, দৈনিক আমার দেশ, দিগন্ত টিভি, ইসলামিক টিভি, সিএসবি, চ্যানেল ওয়ানসহ বন্ধ গণমাধ্যম খুলে দেয়া, সাংবাদিকদের বকেয়া পাওনা পরিশোধ, চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল এবং ঈদের আগে সাংবাদিকদের বেতন ও বোনাস পরিশোধের দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

বুধবার ডিইউজে কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সভায় এ দাবি জানোনো হয়। ডিইউজে সভাপতি কাদের গনি চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলামের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শাহীন হাসনাত, রাশেদুল হক, কোষাধ্যক্ষ গাজী আনোয়ারুল হক (গাজী আনোয়ার), সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, জনকল্যাণ সম্পাদক দেওয়ান মাসুদা সুলতানা, দপ্তর সম্পাদক ডি.এম আমিরুল ইসলাম অমর, নির্বাহী সদস্য শহীদুল ইসলাম জেসমিন জুঁই, রফিক লিটন, টাইম নিউজের ইউনিট চিফ আবুল কালাম আজাদ, অন্য দিগন্তের ইউনিট চিফ মো: মাসুদ, সমাচার ইউনিট চিফ আবু হানিফ, দিনের আলোর ইউনিট চিফ জুলফিকার হাসান প্রমুখ।

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

নরমাল ডেলিভারিতে একসঙ্গে ৩ নবজাতকের জন্ম

🕒 চট্টগ্রাম ☰ বৃহস্পতিবার ৭ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ ✒️বিশেষ প্রতিনিধি (লোহাগাড়া) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *