পবিত্র কোরআন ও হাদিস শরীফের বাণী
প্রকাশিত: বুধবার, ২৩শে জুন ২০২১ খ্রিস্টাব্দ
নিজস্ব ডেস্ক:
=> পবিত্র আল-কোরআন:
বিসমিল্লাহির রাহমানির রাহিম
৩৮. তুমি কাফেরদেরকে বল, তারা যদি অনাচার থেকে বিরত থাকে তাহলে তাদের পূর্বের অপরাধ যা হয়েছে তা আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু তারা যদি অন্যায়ের পুনরাবৃত্তি করে, তাহলে পূর্ববর্তীদের দৃষ্টান্ত তো রয়েছেই।
৩৯. তোমরা সর্বদা তাদের বিরুদ্ধে লড়াই করতে থাকবে যতক্ষণ না ফেতনার অবসান হয় এবং দ্বীন সম্পূর্ণরূপে আল্লাহর জন্য হয়ে যায়। আর তারা যদি (ফেতনা ও বিপর্যয় সৃষ্টি হতে) বিরত থাকে তাহলে তারা যা করে তা তো আল্লাহ দেখেই থাকেন।
৪০. আর যদি তারা দ্বীন থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে জেনে রেখো, আল্লাহই তোমাদের (মুসলিমদের) অভিভাবক। তিনি কতই না উত্তম অভিভাবক ও সাহায্যকারী।
-(সূরা আনফাল, মদীনায় অবতীর্ণ, রুকূ-১০)
=> পবিত্র আল-হাদিস:
=> হযরত মাইমুনা (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা:) তাঁর কোন স্ত্রীর সাথে হায়েয অবস্থায় মেলামেশা করতে চাইলে তাকে ঋতুকালীন অন্তবাস (কটিবেশ/ন্যপকিন) পরার নির্দেশ দিতেন।
-(বুখারী শরীফ-কিতাবুল হায়েজ)