পবিত্র কোরআন-হাদিসের বাণী
প্রকাশিত: শনিবার, ১৯শে জুন ২০২১ খ্রিস্টাব্দ
নিজস্ব ডেস্ক :
=> পবিত্র আল-কোরআন :
বিসমিল্লাহির রাহমানির রাহিম
নিশ্চয় আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে আল্লাহর নিকট মাস গণনায় বারটি, এর মধ্যে বিশেষরূপে চারটি মাস হচ্ছে সম্মানিত। এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত ধর্ম। অতএব, তোমরা এ মাসগুলোতে (ধর্মের বিরুদ্ধাচরণ করে) নিজেদের ক্ষতি সাধন করো না, আর মুশরিকদের বিরুদ্ধে সকলে একযোগে যুদ্ধ করো। যেমন তারা তোমাদের বিরুদ্ধে সকলে একযোগে যুদ্ধ করে। আর জেনে রেখ যে, আল্লাহ মুত্তাকীদের সাথে রয়েছেন।
-(সূরা তাওবা, আয়াত-১২৯, রুকূ-১৬)
=> পবিত্র আল-হাদিস :
হযরত আবূ হুরায়রা (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন, 'রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 'এমন দু’টি বাক্য আছে যা উচ্চারণ করতে খুবই সহজ, ওজন-পরিমাপে খুবই ভারী ও দয়াময় আল্লাহর নিকট খুবই প্রিয়। বাক্য দু’টি হলো- ‘সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ, মহা পবিত্র আল্লাহ্, তাঁর জন্য সমস্ত প্রশংসা এবং মহা পবিত্র আল্লাহ্, তিনি মহামহিম।'
-(মুত্তাফাকুন আলাইহি, বুখারী শরীফ-৬৪০৬, মুসলিম শরীফ-২৬৯৪)
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com