ফরিদপুরে চোরাই মোটরসাইকেলসহ চক্রের ৫ সদস্য আটক
প্রকাশিত: শুক্রবার, ১৮ই জুন ২০২১ খ্রিস্টাব্দ
সুমন বিশ্বাস (ফরিদপুর প্রতিনিধি):
ফরিদপুরের চোরাই মোটরসাইকেলসহ চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ই জুন) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, 'গত ২৪ ঘণ্টায় জেলার বোয়ালমারী এবং মধুখালী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয়টি মোটরসাইকেলসহ পাঁচজনকে আটক করা হয়।'
মধুখালী উপজেলার কামালদিয়া এলাকা থেকে সাদ্দাম হোসেন (২৭), বিপুল মোল্লা (৩৭) ও ইলাহী মোল্লা (২৭) এবং বোয়ালমারী উপজেলায় বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে মো: শাহিন মোল্লা (৩৮) ও মো: তুহিন মোল্লা (২৭) কে আটক করা হয়।
এ সময় তাদের জিম্মায় থাকা ছয়টি বিভিন্ন কোম্পানির মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। সর্বোপরি পুলিশের এ কর্মকর্তা বলেন, 'আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।'
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com