নিখোঁজ ইসলামি বক্তা আদনান ও মুহিত উদ্ধার
প্রকাশিত: শুক্রবার, ১৮ই জুন ২০২১ খ্রিস্টাব্দ
নিজস্ব প্রতিবেদক:
নিখোঁজ ইসলামি বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনান ও আব্দুল মুহিতকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ই জুন) মামলার তদন্ত কর্মকর্তা রংপুর মহানগর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো: মজনু বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে তাকে উদ্ধার করা হয়েছে। ত্ব-হার শ্যালক জাকারিয়া হোসেন গণমাধ্যমকে বলেন, আবু ত্ব-হা বর্তমানে তার শ্বশুর বাড়িতে রয়েছেন। তবে এতদিন তিনি কোথায় ছিলেন সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
গত ১০ই জুন রংপুর থেকে ঢাকায় আসার পথে রাজধানীর গাবতলী এলাকা থেকে ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ হন। এছাড়াও তার সঙ্গে নিখোঁজ হয়েছেন আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দীন।
ত্ব-হার নিখোঁজ হওয়ার তথ্য জানিয়ে দারুস-সালাম এবং মিরপুর থানায় গেলে কোনো থানাই সাধারণ ডায়েরি বা মামলা গ্রহণ করেনি বলেও অভিযোগ করেছেন তার পরিবার। এ নিয়ে সর্বশেষ রংপুর সদর থানায় একটি জিডি করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ শাহাদাত হোসাইন
স্বত্ব © ২০২৪ তালাশটিভি২৪ www.talashtv24.com